Wednesday, December 23, 2015

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল
পাড়ার লোকে দেয় যে নজর
কদম চক্ষুশুল
আমি আউলা বেশে পাগলিনী
হয় কাজে-কর্মেতে ভুল।।

বৃষ্টি যখন টিনের চালে
পড়ে টাপুর টুপুর
চিকনকালা বাজায় বাঁশি
দোলে পায়ের নূপুর
আমি কেমন করে ঘর ছাড়িবো
রাইখা সোনার কানের দুল।।

ঘরে আমার শ্বশুড়-ননদ
উঠান জুড়ে বেড়া
ভাঙা চালে বৃষ্টি ঝরে
ছোট্ট একটা ডেরা
আমার সব ভিজে যায় এই বরষায়
সারা অঙ্গ মাথার চুল।।

শেখ জলিল ১০.১২.২০১৫


PC: Google Image

Saturday, December 5, 2015

যতোই তারে দৃষ্টি ছুড়ি


যতোই তারে দৃষ্টি ছুড়ি
ছোঁয় না চোখের নীড়
ষোড়শীর মনটা যে অস্থির-
কেমনে করি প্রেম নিবেদন
বুকের মাঝে সুখের চয়ন
রূপ দেখে তার হৃদয় পাগল
প্রাণটা যে অধীর।।

যতোই দাঁড়াই সামনে তাহার
মুখটি যে তার করে আঁধার
চার নয়নে হয় না মিলন
ঈঙ্গিতে সুদৃঢ়
কেমনে তাহার ভাব বুঝে ক্ষণ
ছুড়বো প্রেমের তীর।।

যতোই ভাবি আপন মনে
জীবন বৃথা তার বিহনে
মুখ ফুটিয়া কয় না কথা
শ্রবণে বধির
কেমনে তাহার হাত ধরিবো
বাঁধবো সুখের নীড়।।

শেখ জলিল ০৩.১১.২০১৫

Monday, November 16, 2015

রূপসীর রূপ যে চাঁদের মতো

রূপসীর রূপ যে চাঁদের মতো
মন পুড়ছে অবিরত
যতোই তারে দেখছি চেয়ে
লাগছে ভালো ততো।।

যখনই সে সামনে দাঁড়ায়
দূর নীলিমায় মনটা হারায়
তারার ফুলে যাই সাজিয়ে
মালা কতো শত
জানি না সব হবে কিনা
তার পছন্দ যতো।।

যখনই সে দৃষ্টিতে চায়
বন গহিনে প্রাণ ছুটে যায়
পাখির গানে কাকলিতে
সুর যে ঝরে শত
কবে যে তার সঙ্গী হবো
মুছতে হৃদয় ক্ষত।।

শেখ জলিল ০৮.১০.২০১৫

PC: Google Image

Monday, November 9, 2015

মানুষের গান গাই


সবার ধর্ম সবার কর্ম 
জড়িয়ে গায়ে মানব বর্ম
জোরসে গলায় এসো সবাই
মানুষের গান গাই-
যতই তুমি ধর্ম করো
মানবতা সবার বড়ো
মানব সেবা ছাড়া প্রাণের
কোনও মুক্তি নাই।।

যখন মানুষ অনাহারে
রয় না যে মন ধর্মাচারে
ক্ষুধায় অন্ন দাও বিলিয়ে
ধর্মেরই দোহাই-
যতই তুমি দান করিবে
স্রষ্টা তত নাম স্মরিবে
বাঁচলে মানুষ বাঁচবে ধর্ম
ভিন্ন উপায় নাই।।

যখন মানুষ রোগশয্যাতে
হাতটি রাখো তাহার হাতে
রোগীর সেবা আসল কর্ম
শুশ্রুষা তার চাই-
যতই তুমি প্রাণ বাঁচাবে
স্রষ্টারই প্রেম খুঁজে পাবে
প্রাণে প্রাণে আলোর শিখা
জ্বলবে যে সদাই।।

শেখ জলিল-এ একলা বসে
রাখছে মনে অংক কষে
জীবন তাহার পার করিবে
সেবাতে সদাই-
যতদিন তার জীবন বাঁচে
রইবে সবার আগেপিছে
মানবতার বাউলানা গান
গাইছে সুরে তাই।।

শেখ জলিল ০৯.১১.২০১৫


Thursday, October 29, 2015

কোকিল ডাকিস্ নারে গাছের আড়ে

Add caption
কোকিল ডাকিস্ না রে গাছের আড়ে
দুঃখ প্রাণে পাই
প্রেম জাগাাইয়া যাস্ রে কোকিল
বন্ধু কাছে নাই-
কে যে আদর করে ঘুম পাড়াবে
দুই নয়নে চুম জড়াবে
ঘুম ভাঙিলে কষ্ট বুকে
ওষুধ কোথা পাই।।

সে যে আসি বলে গেলো চলে
দূর প্রবাসে আমায় ফেলে
বছর ঘুরে বছর এলো
ফেরার হদিস নাই-
এখন ভাঙা ঘরে চোর ঢুকিলে
কোথায় নেবো ঠাঁই।।

সে যে নিঠুর পাষাণ হৃদয়ে শান
ধারাল ছুরি করে দু'খান
বুক চিরিয়া প্রাণটা নিলো
কেমনে ফিরে পাই-
এখন মনের ঘরে ঝড় উঠিলে
কোথায় বলো যাই।।

শেখ জলিল ২৯.১০.২০১৫

Wednesday, October 7, 2015

আমি কী কহিতে কী কহিলাম

আমি কী কহিতে কী কহিলাম
সবই কওয়ার ভুল
বন্ধুর প্রেমে দাগা দিলো
ভুল কথার মাশুল
আমি কী চাহিতে কী চাহিলাম
সবই চাওয়ার ভুল
বন্ধুর প্রেমে ভাইসা গেলো
দুই চোখেরই কূল।।

সে যে ভাবের কানা ভাব বোঝে না
পীরিত কারে কয়
মনের কথা যায় কি বলা
মুখে সব সময়
ও হায় চোখ মেলিয়া দেখলো না সে
প্রেমের ফোটা ফুল।।

সে যে নিঠুর পাষাণ হৃদয়ে শান
ধারাল ছুরির মতো
প্রেম করিয়া তাহার সনে
বাড়লো বুকে ক্ষত
এখন কেন্দে কি তার দেখা পাবো
ছিঁড়ে মাথার চুল।।

শেখ জলিল ০৫.১০.২০১৫

Friday, October 2, 2015

তারে দেখিলে যে প্রেমের আগুন

তারে দেখিলে যে প্রেমের আগুন
অন্তেরেতে বাড়ে দ্বিগুণ
(যখন মুখ ফুটিয়া যায় না বলা
এই মনেরই কথা)
যখন প্রাণ খুলিয়া যায় না বলা
সব জমানো কথা।।

সদা দ্বিধা সদা ভয়
পাছে লোক লজ্জা হয়
আমি যে তার আপন মানুষ
কেমনে খুলে কয়
কেমনে তাহার ভাব জানিবো
প্রেমের আকুলতা।।

বাড়ে ব্যথা বাড়ে ক্ষয়
বুকে জ্বালা কষ্ট হয়
একটু যে তার হাত ধরিবো
এমন হবার নয়
কেমনে জ্বরা নাশ করিবো
ভেঙে অসারতা।।

ঘাটের তরী ঘাটে রয়
জলিল বলে দুঃসময়
উজান স্রোতে নদী চলে
ভাটায় যাবার নয়
কেমনে তারে পার করিবো
ঢেউয়ের বিশালতা।।

শেখ জলিল ৩০.০৯.২০১৫

Thursday, September 17, 2015

ও তোর মন মানুষ লুকাইয়া আছে

ও তোর মন মানুষ লুকাইয়া আছে
মনের অন্দরে
ও তুই মিছেই খুঁজিস্ শহর-গ্রামে
অচিন বন্দরে।।

মিছেই খুঁজিস্ সাগর তলায়
রেখে মুক্তা বুকের বেলায়
কেন্ বা ঘুরিস্ মরু-সাগর
পইড়া পুরা ধন্দ রে।।

মিছেই টানিস্ গোলাপ সুবাস
রেখে চেপে প্রাণেরই শ্বাস
কেন্ বা বাড়াস পাওয়ার হুতাশ
ভইরা হৃদয় কন্দরে।।

জলিল খোঁজে মনের মানিক
বেসে ভালো প্রাণের অধিক
ভাবছে তারে হৃদমাঝারে
কইরা চক্ষু বন্ধ রে।।

শেখ জলিল ০৮.০৯.২০১৫





Wednesday, September 2, 2015

দেখে যারে ভানুমতির খেল

তোরা দেখে যারে দেখে যারে
আজব ভানুমতির খেল
আম গাছেতে জাম ধরেছে
আর কাঁঠাল গাছে বেল।।

ভেন্না কাঠের নৌকা বানায়
কাদায় ছুরি-কাঁচি শানায়
ছাগল দিয়ে ঘানি টানায়
চায় ধানের বীজে তেল।।

উল্টা স্রোতে বৈঠা টানে
সাগর ভাটায় তীরের পানে
জ্বীন ও ভূতের আদেশ মানে
মাখে জ্ঞানের নিষেধ জেল।।

ভেবে পাগল জলিল বলে
ঘোর সংকটে সবই ফলে
পাপ কামালে মিথ্যার ছলে
তার নাই রে জামিন-বেল।।

শেখ জলিল ০২.০৯.২০১৫
.

Wednesday, August 19, 2015

আমি হয়েছি ফতুর

আমি হয়েছি ফতুর
শুধু তোমাকে ভালো বাসতে না বাসতেই
তুমি হয়েছো চতুর
পাশে সহসা ফিরে আসতে না আসতেই!
তাই হয়নি তোমাকে পাওয়া
মোহনার পানে যাওয়া-
সুখের জোয়ারে প্রেমে ভাসতে না ভাসতেই।।

আমি হয়েছি আউল
যতো তোমাকে নিয়ে
তুমি করেছো বাউল
ততো বিরহ দিয়ে
তাই হয়নি তোমাকে ছোঁয়া
জমেনি কল্প ধোঁয়া
মনের আনন্দে সুখে হাসতে না হাসতেই।।

আমি হয়েছি পাগল
যতো তোমাকে চেয়ে
তুমি গড়েছো আগল
ততো আড়াল পেয়ে
তাই হয়নি মিলনে মালা
বাসরে ভরে ডালা
বুকের জমানো ব্যথা নাশতে না নাশতেই।।

শেখ জলিল  ১৮.০৮.২০১৫

Monday, August 10, 2015

যখন থাকবে না কেউ পাশে তোমার

যখন থাকবে না কেউ পাশে তোমার
থাকবে দেহ-মন
মাটির দেহে স্রষ্টা সবার
সঙ্গী বিরাজন
তাই সময় থাকতে করো রে মন
তারই নাম স্মরণ
করো তারই প্রেম সাধন।।

ভাই বলো বন্ধু বলো
রইবে না কেউ পাশে
দুর্দিনেতে কাছের স্বজন
মুখ ফিরিয়ে হাসে
তাই রঙ্গ ছেড়ে সঙ্গ ধরো
আত্মার অনুরণ।।

ধন বলো দৌলত বলো
থাকবে না তার শোভা
জলিল বলে সবই যে ছাই
নিভলে আলোর প্রভা
তাই কালো মুছে আলো করো
হৃদয় অনুক্ষণ।।

শেখ জলিল  ১০.০৮.২০১৫



Wednesday, August 5, 2015

একটু একটু করে

একটু একটু করে
এ বুকের অন্দরে
তুমি দিয়েছো দোলা
তোমাকে পাওয়ার পর
খুশিতে এ মন
হয়েছে আত্মভোলা-
তুমি দিয়েছো দোলা
করেছি মনের দুয়ার খোলা।।

একটু একটু করে
আরও কাছে এসে
অবুঝ এ মনটাকে
গেছো ভালোবেসে
অনেক বাধার পাহাড় ভেঙে
হয়েছে দুঃখ ভোলা
ভরেছি অথই সুখের গোলা।।

একটু একটু করে
আরও চোখে চেয়ে
সুখেরই আনন্দে
গিয়েছি হারিয়ে
অনেক কথার স্বপ্নগাথা
হয়েছে সবই বলা
গড়েছি আসল জীবন চলা।।

শেখ জলিল ০৫.০৮.২০১৫

Thursday, July 9, 2015

ইচ্ছেমতি মেয়ে তুমি

ইচ্ছেমতি মেয়ে তুমি কীসের সুবাস পাও
আলতো পায়ে চুপি চুপি শাল পিয়ালে যাও।।

দেখছি তোমার রূপের মায়া
সোনাবরণ মুখের কায়া
বুকের আঁচল দেয় সরিয়ে দুষ্টু বাতাস বাও।।

শুনছি তোমার গানেরই সুর
ঝরণা তালে বাজছে নূপুর
পাহাড় বুকে কলকলিয়ে ঘুম ভাঙিয়ে দাও।।

ভাবছি তোমায় রোজ প্রভাতে
সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে
বনপ্রবাসে যায় উড়ে ঐ ভাবনা মেঘের নাও।।

শেখ জলিল ০১.০৭.২০১৫



Monday, June 29, 2015

হায়রে প্রবাসে

হায়রে প্রবাসে-
বন্দী খাঁচায় পরান আমার
ছটফটাইয়া মরে
প্রাণের প্রিয় দেশের কথা
শুধু্ই মনে পড়ে।।

দেখি না সেই মায়েরই মুখ
হাসিমাখা হাজারও সুখ
ভাইয়ের আদর, বোনের সোহাগ
নেইকো কোনো রাগ-অনুরাগ
এই পোড়া প্রান্তরে।।

শুনি না সেই রাখালি সুর
উজান মাঝির কণ্ঠ মধুর
দোয়েল পাখির গানের সাথে
গায় না বাউল নদীর ঘাটে
সুর তুলে একতারে।।

শেখ জলিল      ০৭.০৫.২০১২

Friday, June 5, 2015

মানুষে কোরো না অবহেলা

মানুষে কোরো না অবহেলা
দেখবে ঘোর কাটিলে অবেলা
সেই মানুষই সঙ্গী হবে
যখন তুমি একেলা।।

সুখের সঙ্গী সকলে হয়
দুখের সঙ্গী নয়
ভালোবাসা যায় হারিয়ে
যখন অভাব বয়
তোমার দুর্দিনেরই বন্ধু চিনো
খুললে মনের জানালা।।

আজ মরলে কাল দুদিন হবে
গুণিজনে কয়
সোনার দেহ পচেগলে
হয়ে যাবে ক্ষয়
তোমার মানবধর্ম জমা রেখো
হৃদয় জুড়ে উজালা।।

ভাবছে বসে শেখ জলিলে
কোথায় কীসে সুখ
সিদ্ধিলাভে মানবজীবন
ধরাতে বিমুখ
শুধুই হিংসা-লোভে- দ্বিধা-দ্বন্দ্বে
বাড়ছে পাপের ডালপালা।।

শেখ জলিল ০৬.০৬.২০১৫




Thursday, May 28, 2015

যতোই বন্ধু বলো স্বজন বলো

যতোই বন্ধু বলো স্বজন বলো
মানুষ ধরায় একা
অভাব যখন কড়া নাড়ে
হয় না কারুর দেখা
তোমার সকল বন্ধ কপাল মন্দ
যায় না ভাগ্য লেখা।।

ধনেমানে ধনী তুমি
ভরে যাবে স্বপ্নভূমি
দূরের বন্ধু কাছের হবে
পেরিয়ে বিষুব রেখা।।

বুকপকেটে ফাঁকা তুমি
প্রিয় জুলি ছাড়বে রুমি
ঘোর বরষায় হঠাৎথামবে
সুরের কুহু-কেকা।।

শেখ জলিল ২৭.০৫.২০১৫




Wednesday, May 20, 2015

নীলিমার সব নীল দিয়ে

নীলিমার সব নীল দিয়ে
ভরিয়ে দিলাম দিগন্ত
ফাগুনের সব রং নিয়ে
ছড়িয়ে দিলাম বসন্ত
তুমি খুলবে কখন বলো চোখের পাতা
লজ্জার হবে শেষ অন্ত।।

ফুটবে যখন গোলাপ কলি
হৃদয়ে ছড়াবে ঘ্রাণ
গাইবে সুরে বনের কোকিল
বাজিয়ে বসন্ত তান
তুমি হৃদয় আসন রেখো পেতে
জীবন সাথী অনন্ত।।

বইবে যখন দখিন হাওয়া
আকাশে ভাসবে মেঘ
উঠবে ভরে গানেরই খাতা
কবিতার সব ভাবাবেগ
আমি আঁকবো তোমার রূপের কায়া
হাজার ছবি প্রাণবন্ত।।

শেখ জলিল    ১৮.০৫.২০১৫

Saturday, May 16, 2015

আমি আর আসবো না ফিরে

আমি আর আসবো না ফিরে
কাশফুল ঝাউবন ঘেরা নদী তীরে-
তাকাবো না ঐ চোখে ভুল করে
ধুলোমাটি পথে শুধু ঘুরেফিরে।।

লৌহজঙ্গ নদীও ঠিক তেমনি রবে
রাখবে না মনে কেউ ছিলাম কবে
আমিও বেসেছি ভালো হৃদয় দিয়ে
ডাগর নয়ন শ্যামা মেয়েটিরে।।

সন্ধ্যা ঘনিয়ে এলে সুনীল ছায়ে
ছুটবে ভরা তরী পাল উড়ায়ে
মিটিয়ে সকল দেনা হঠাৎ করে
ফিরবো তখন আমি অচিন নীড়ে।।

শেখ জলিল        ১৩.০৫.২০১৫

Tuesday, May 12, 2015

আমায় ডাকবে না কেউ

আমায় ডাকবে না কেউ আদর করে
খোকন সোনা বলে
আসবে না কেউ মান ভাঙাতে
মিষ্টি কথা বলে
মা যে আমার চলে গেছেন
তারার দেশের কোলে
পাই না খুঁজে কোথাও তারে
খুঁজি পলে পলে!
মাগো মা ওগো মা-
তোমার মতোন নেই যে কোথাও
নেই কো তুলনা।।

বলবে না কেউ খাবার খেতে
যখন বেলা হয়
ভাববে না কেউ- যাস নে দূরে
আমার লাগে ভয়
খুঁজবে না কেউ সন্ধ্যা হলে
বাড়িয়ে পথে পা।।

ধরবে না কেউ জড়িয়ে বুকে
হঠাৎ কাছে পেলে
জাগবে না কেউ পাশে বসে
রোগের কষ্ট হলে
বলবে না কেউ পরীর গল্প
ছড়িয়ে উপমা।

শেখ জলিল ১০.০৫.২০১৫

Tuesday, May 5, 2015

তোমার হৃদয় স্পর্শ করে আজ

তোমার হৃদয় স্পর্শ করে আজ
পরিয়ে দিলাম মনের মুকুট তাজ
বলো মেয়ে আসবে আমার ঘরে
প্রেমের উঠোন ভাবের গহিন
বুকেরই কন্দরে।।

গ্রীষ্ম খরা মিষ্ট ফলে
এসো বর্ষা নদীর জলে
এসো শরৎ কাশের ফুলে
রূপেরই বন্দরে।।

হেম-হেমন্তে ফসল কাটায়
এসো শীতের ভাঁপা-পিঠায়
এসো ফাগুন রঙের মেলায়
উৎসবে আদরে।।

শেখ জলিল ০৫.০৫.২০১৫

Friday, May 1, 2015

সেই এক মন্থর বিকেলে

সেই এক মন্থর বিকেলে-
সূর্যটা গিয়েছিলো পশ্চিমে হেলে
দুজনে ছিলাম বসে বটেরই ছায়ায়
কী জানি কী এক ধ্যানে নিবিড় মায়ায়
হয়নি তবুও কথা হৃদয় মেলে।।

বিকেলের সোনারোদ হয়ে গেলে ম্লান
জেগেছে প্রাণেতে সুর প্রেম জয়গান
ফিরেছি যে যার পথে সব অবহেলে।।

এখনো বিকেল হলে করে পাখি গান
বাড়িয়ে বুকের মাঝে স্মৃতি কলতান
আসবে না ফিরে আর এসেছি যা ফেলে।।

শেখ জলিল    ০১.০৫.২০১৫


Thursday, April 9, 2015

একদিন অবেলায় মরণ এসে

একদিন অবেলায় মরণ এসে
সবকিছু কেড়ে নিয়ে যাবে দিন শেষে
প্রেমের বাঁধনে শুধু বিরহে ভেসে
তবু তোমাকেই যাবো ভালোবেসে।।

তোমার সুখের রং, রূপের ছবি
আমার হৃদয় পাতা এঁকেছে সবই
সেই ছবি রং নিয়ে থাকবো আমি
আকাশে ভেসে।।

তোমার গানের সুর, মুখের ভাষা
মরণ হলেও পরে জাগাবে আশা
সেই আশা বুকে নিয়ে রইবো আমি
মাটিতে মিশে।।

শেখ জলিল  ০৯.০৪.২০১৫

Friday, March 6, 2015

মন তুই, খুঁজলি নারে আলোর দিশা

মন তুই, খুঁজলি নারে আলোর দিশা
রইলি ভবের মায়ায় ভুলে
রং বেরঙের বর্ণমালা
পড়লি না বই পাতা খুলে-
তুই গেলি না সে ইস্কুলে।।

গুরু-শিষ্যের মাঝে যে এক
ভাবের মহাজন
হেলায় হেলায় হারাইলি সে
সোনার মূল্য ধন
তারা সিদ্ধিলাভে পার হইয়া যায়
সেই জ্ঞানসমুদ্রের কূলে।।

ভবের মায়া বিষম মায়া
যায় না ভোলা টান
শেখ জলিলের জীবন কাটে
সংসারে বিরান
এখন নিদানকালে যাবে কি তার
সেই দিব্য চক্ষু খুলে।।

শেখ জলিল  ০৬.০৩.২০১৫

Thursday, January 29, 2015

কান্দে নয়ন কান্দে এ মন

কান্দে নয়ন কান্দে এ মন
কান্দে বুকের অন্তর
আমায় ছাইড়া কোথায় রে তুই
বাঁধলি সুখের ঘর
আমি হইলাম তোরই পর।।

কান্দে আকাশ কান্দে বাতাস
কান্দে নদীর ধারা
তোর বিরহে উদাস দুপুর
সাঁঝের চন্দ্রতারা
আমি রইলাম মাটির 'পর
হইয়া যে এক পাথর।।

কান্দে পাখি চখাচখি
বংশী নদীর তীরে
কান্দে পানি শৈল্লা বিলে
শাপলা-শালুক ঘিরে
আমি হইলাম যে দোসর
বাউলাতে দিনভর।।

শেখ জলিল ০৬.০১.২০১৫

Wednesday, January 14, 2015

এই বাউল-পাগল মন

এই বাউল-পাগল মন
করে তোমাকে স্মরণ
সারাটা ক্ষণ যখন তখন
ভাবের আলোড়ন-
এই প্রেমের-উথাল মন
করে তোমাকে বরণ
সারাটা ক্ষণ যখন তখন
সুখের আয়োজন-
তুমি থেকো আমার কাছে
এই ধরাতে যতোটা দিন
বুকের পরাণ বাঁচে।।

থেকো পোষা পাখি হয়ে
হৃদয়ের খাঁচায়
ডেকো প্রিয় নামটি ধরে
মনটা যখন চায়
আমি আসবো তোমার ডাকে
জীবন নদীর বাঁকে
ঐ আকাশে যতোটা দিন
চন্দ্র-সূর্য আছে।।

এসো বুকের ফুল-ফাগুনে
বসন্ত হাওয়ায়
বেসো ভালো মনের মতো
মনটা যেমন চায়
তুমি আইসো মনেপ্রাণে
অথই প্রেমের টানে
এই বসতে যতোটা দিন
সুখের পাখি নাচে।।

শেখ জলিল ১০.১২.২০১৪


Monday, January 5, 2015

ভুল করে কখনও বলবো না

ভুল করে কখনও বলবো না আমি
তুমিই ছিলে আমার
বেঁধেছিলে বাসা এই বুকের গহিন
জাগিয়ে স্বপ্নবাহার
এক যুগ কাটিয়েছো পাশাপাশি হেঁটে
দুজনে করেছি বাস শ্যামলে একই সাথে
ভুল করে কখনও বলবো না আর।।

কষ্ট এলে দেখিয়ে দুপাটি দাঁত
হাসবো যে দিবাযামী
ভেবো না কখনও নষ্ট হবো
কষ্টের কারণে আমি
কাল-বৈশাখী শেষে যেমন গোছায় ঘর
সুদক্ষ কৃষক
তেমনি গোছাবো নিবাস প্রতিটাবার
ঝঞ্ঝায় গুড়ানো সব
ভেবো না সেদিনে ডাকবো আবার।।

এমন তো হতে পারে সুখের চেয়েও
আছে বেশি সুখ
ভেবো না কখনও সেই তুমিহীনা
শূন্যতা ভরবে বুক
ভুল করে বলবো না ছিলে তুমিই জীবন
শেষ ভালোবাসা
আলো বা আঁধারে প্রতি দিনরাতে
পাঁজরে বেঁধেছো বাসা
ভুল করে ভুলেও ভাববো না আর।।

শেখ জলিল            ০৪.০১.২০১৫