Tuesday, February 18, 2014

কান্দিস কেনে মন

কান্দিস কেনে মন
কান্দিলে কি মিলবে দেখা
অদৃশ্য সুজন
তুই মিছেই পাগল মন।।

খুঁজিস তারে সন্ধ্যা প্রাতে
যে জন থাকে অধরাতে
পাহাড় জঙ্গল ঘুইরা বেড়াস
সদাই সর্বক্ষণ।।

ভাবিস তারে মনের মাঝে
যে জন থাকে শূন্য সাজে
হৃদয় জুড়ে রক্তক্ষরণ
করতে তারে ধারণ।।

সাধ্য কী আর এই ধরাতে
শেখ জলিল-এ পাইবে হাতে
অধর ধরা ফুলের কলি
ছুঁইতে যারে বারণ।।

শেখ জলিল  ১২.০২.২০১৪