Wednesday, May 20, 2015

নীলিমার সব নীল দিয়ে

নীলিমার সব নীল দিয়ে
ভরিয়ে দিলাম দিগন্ত
ফাগুনের সব রং নিয়ে
ছড়িয়ে দিলাম বসন্ত
তুমি খুলবে কখন বলো চোখের পাতা
লজ্জার হবে শেষ অন্ত।।

ফুটবে যখন গোলাপ কলি
হৃদয়ে ছড়াবে ঘ্রাণ
গাইবে সুরে বনের কোকিল
বাজিয়ে বসন্ত তান
তুমি হৃদয় আসন রেখো পেতে
জীবন সাথী অনন্ত।।

বইবে যখন দখিন হাওয়া
আকাশে ভাসবে মেঘ
উঠবে ভরে গানেরই খাতা
কবিতার সব ভাবাবেগ
আমি আঁকবো তোমার রূপের কায়া
হাজার ছবি প্রাণবন্ত।।

শেখ জলিল    ১৮.০৫.২০১৫

No comments:

Post a Comment