Wednesday, September 2, 2015

দেখে যারে ভানুমতির খেল

তোরা দেখে যারে দেখে যারে
আজব ভানুমতির খেল
আম গাছেতে জাম ধরেছে
আর কাঁঠাল গাছে বেল।।

ভেন্না কাঠের নৌকা বানায়
কাদায় ছুরি-কাঁচি শানায়
ছাগল দিয়ে ঘানি টানায়
চায় ধানের বীজে তেল।।

উল্টা স্রোতে বৈঠা টানে
সাগর ভাটায় তীরের পানে
জ্বীন ও ভূতের আদেশ মানে
মাখে জ্ঞানের নিষেধ জেল।।

ভেবে পাগল জলিল বলে
ঘোর সংকটে সবই ফলে
পাপ কামালে মিথ্যার ছলে
তার নাই রে জামিন-বেল।।

শেখ জলিল ০২.০৯.২০১৫
.

No comments:

Post a Comment