Monday, June 11, 2018

উড়ে উড়ে ঘোরে মনপাখি

Image result for flying bird shadow
উড়ে উড়ে ঘোরে মনপাখি
সুদূরে পড়ছে তার ছায়া
আহা রে শৈশব কৈশোর আমার
কী যে স্নেহভরা মায়া!!

হারিয়ে গেলো নৈচারধাপ
ফুরালো না তার রেশ
চরপাড়ারই ছায়াতে এসে
জড়ালো সেই আবেশ
আহা রে শৈশব দুঃখবৈভব
দেশহারা ভিন্ন কায়া!!

মুগ্ধ বালক ছড়ায় পালক
ভুলে প্রিয় নিজ গ্রাম
জায়গীরনামা লেখে দুহাতে
লাল নীল স্মৃতিখাম
আহা রে কৈশোর স্বপ্নবাসর
ভিটেমাটি ছিন্ন ছায়া।।

শেখ জলিল ১১.০৬.২০১৮



Wednesday, May 30, 2018

তুমি সবখানে


Image result for earth
জলে-স্থলে-অন্তরীক্ষে কোথা নেই তুমি
তোমার বিচরণ সর্বত্র, সবখানে

এই যে ঘাসফুল- তোমার নাকছাবি
আলতো করে ছুঁয়ে দেই আমি তোমায়
এই যে লজ্জাবতী লতা- তোমার কিশোরী শরীর
কাঁপা কাঁপা হাতে আমার প্রথম প্রেমের পরশ

ঐ যে মৃদুমন্দ বাতাস যাচ্ছে দূরে
বিলিয়ে মিষ্টি গন্ধ তোমার ঘনকালো চুলের
ঐ যে নদী- তুমি স্রোতস্বিনী যৌবনে ভরা
আজও সাঁতার কাটি আমি তার জলে

ঐ যে আকাশ ঘনকালো মেঘের ভেলা
তোমার চুলে ছড়ানো নিঝুম সন্ধ্যার কায়া
ঐ যে ঝিকিমিকি চাঁদ-তারাভরা আকাশ
তোমার অপরূপ রূপ মায়াবী মুখায়ব

এই যে গোলাপ- বাগানে ফোটা হাসির রং
তোমার মুখচ্ছবি দেখি প্রতি প্রত্যুষে উঠে
মাঠের ঘনসবুজ ডেকে যায় তোমার সান্নিধ্যে
এই আমার পৃথিবী তুমি- উন্মুক্ত মাটির ধরা

যেখানে যাই যত দুরে, ঘুরে ঘুরে দেখি তোমায়
বলো, জলে-স্থলে-অন্তরীক্ষে কোথা নেই তুমি
তোমার বিচরণ সর্বত্র, সবখানে

শেখ জলিল         ৩০.০৫.২০১৮

PC: Google Image

Friday, March 23, 2018

শিল্প হেঁটে যায় বিত্তের দুয়ারে

Image result for sitting sad
শিল্প হেঁটে যায় বিত্তের দুয়ারে
দুঃখ বসে থাকে কষ্টের খোঁয়াড়ে!

মাঝে ঝড়ঝঞ্ঝা বড় বেসামাল
বেদনা সাগরে বিরহ উথাল
নীল নীল স্বপ্নীল হৃদয় ছবি
দূরের আকাশে জ্বলে পূর্ণ রবি
স্রোতে কলতান পাখির কূজন
ঝরণা ভেঙেছে পথ স্তব্ধ বন।

শিল্প হেঁটে যায় বিত্তের দুয়ারে
আহা কী রংতুলি প্রাণছোঁয়ারে
দুঃখ বসে থাকে কষ্টের খোঁয়াড়ে
স্বপ্ন ভেসে যায় বেভুল জোয়ারে!

শেখ জলিল ২০.০৩.২০১৮

PC: Google Image

Thursday, March 8, 2018

ভুলো মন ভুলে যা তুই

Image result for sad image

ভুলো মন ভুলে যা তুই
কেন স্মৃতি রাখিস্ ধরে
কীসের জ্বালা অন্তরে তোর
বুকের কন্দরে
এতটা বছর পরে?।

ফুটেছিলো ফুল যে কৈশোরে তোর
আজও তার রঙে থাকিস্ বিভোর?
বয়সের আঁধার বড় যে ঘনঘোর
মননে কালিমা ঝরে।।

ছুঁয়েছিলি তার মাধবী দুহাত
মানচিত্র রেখা রেখেছে তফাৎ?
মিলন যে তোর হয়েছে বেহাত
বাঁধনে মরিচা ধরে।।

শেখ জলিল ০৮.০৩.২০১৮





Thursday, March 1, 2018

নদীর জলে ছায়া ছিলো

Image result for boat in the river
নদীর জলে ছায়া ছিলো
ছায়ার মাঝে কায়া ছিলো
সেই কায়াটি শুধুই যে তোমার
নৌকা বেয়ে মাঝি আমি
কাটিয়ে দিতাম দিবাযামী
করতাম ঘাটে কতই পারাপার
যাত্রী তুমি নেই যে সেই আমার।।

উঠতো যখন পূবাল বাতাস
রং ছড়াতো মেঘের আকাশ
ধরতাম যে হাল খাটিয়ে সাদা পাল
দুলকি চালে তখন তুমি
আসতে ছেড়ে সবুজ ভূমি
মনটা প্রেমে হতো টালমাতাল।
আসো না আর তুমি এখন
নৌকা বুকে নেই পাটাতন
শূন্য গলুই শুধুই হাহাকার।।

বলতে কথা তুমি যখন
থাকতাম চেয়ে আমি তখন
তোমার চোখে রেখে আমার চোখ
ভাবতাম কত কথা মনে
ঘর বাঁধিবো তোমার সনে
স্বপ্নপুরীর ছুঁয়ে কল্পলোক।
সেই তুমি যে দূরাগত
স্বপ্ন আমার মর্মাহত
বুকের মাঝে ব্যথারই পাহাড়।।

শেখ জলিল ২৭.১২.২০১৭

PC: Google Image

Saturday, February 3, 2018

তোমার দুচোখ ভেবে

Image result for love in eyes
তোমার দুচোখ ভেবে স্বপ্নরাত
জেগে জেগে কতকাল হয়েছে প্রভাত
তুমি জানো কি তা
আমি লিখেছি কবিতা।।

চোখ শুধু চোখ নয় পদ্মপুকুর
চেয়ে চেয়ে কেটেছে উদাস দুপুর
হারিয়ে গেছি আমি শাপলা ঝিলে
প্রকৃতির রূপে মুগ্ধতা।।

রূপ শুধু রূপ নয় পূর্ণিমা চাঁদ
দেখে দেখে ভেঙেছে হৃদয়ের বাঁধ
ছড়িয়ে গেছে মনে জোস্না আলো
প্রণয়ের রঙে স্নিগ্ধতা।।

শেখ জলিল ১৩.১১.২০১৭

Wednesday, November 29, 2017

পঞ্চাশে দিয়েছি পা

Image result for pen-writing pad
পঞ্চাশে দিয়েছি পা
করছি সারেগামা
গান শেখা হয়নিকো আধো
তবু কেন হৃদয়ে সুর
বাজছে সকাল দুপুর
মনোবীণা কেন সুরে সাধো।।

লিখছি কবিতা লিখছি গান
লেখনীর ভাণ্ডার আজও অফুরান
মন মানে না মানা হয়নি যে হিট
গানেরই কথা তবু বাঁধো।।

ভাবছি নিরলে ভাবছি সুর
উঠবে বেজে কবে সুরেলা নূপুর
গাইবো কবে যে গান মনেরই মতো
প্রাণেতে দ্বিধা অপরাধও।।

শেখ জলিল ২৯.১১.২০১৭

PC: Google Image