Monday, June 29, 2015

হায়রে প্রবাসে

হায়রে প্রবাসে-
বন্দী খাঁচায় পরান আমার
ছটফটাইয়া মরে
প্রাণের প্রিয় দেশের কথা
শুধু্ই মনে পড়ে।।

দেখি না সেই মায়েরই মুখ
হাসিমাখা হাজারও সুখ
ভাইয়ের আদর, বোনের সোহাগ
নেইকো কোনো রাগ-অনুরাগ
এই পোড়া প্রান্তরে।।

শুনি না সেই রাখালি সুর
উজান মাঝির কণ্ঠ মধুর
দোয়েল পাখির গানের সাথে
গায় না বাউল নদীর ঘাটে
সুর তুলে একতারে।।

শেখ জলিল      ০৭.০৫.২০১২

No comments:

Post a Comment