Friday, October 2, 2015

তারে দেখিলে যে প্রেমের আগুন

তারে দেখিলে যে প্রেমের আগুন
অন্তেরেতে বাড়ে দ্বিগুণ
(যখন মুখ ফুটিয়া যায় না বলা
এই মনেরই কথা)
যখন প্রাণ খুলিয়া যায় না বলা
সব জমানো কথা।।

সদা দ্বিধা সদা ভয়
পাছে লোক লজ্জা হয়
আমি যে তার আপন মানুষ
কেমনে খুলে কয়
কেমনে তাহার ভাব জানিবো
প্রেমের আকুলতা।।

বাড়ে ব্যথা বাড়ে ক্ষয়
বুকে জ্বালা কষ্ট হয়
একটু যে তার হাত ধরিবো
এমন হবার নয়
কেমনে জ্বরা নাশ করিবো
ভেঙে অসারতা।।

ঘাটের তরী ঘাটে রয়
জলিল বলে দুঃসময়
উজান স্রোতে নদী চলে
ভাটায় যাবার নয়
কেমনে তারে পার করিবো
ঢেউয়ের বিশালতা।।

শেখ জলিল ৩০.০৯.২০১৫

No comments:

Post a Comment