Tuesday, January 17, 2017

চুপচাপ নিশ্চুপ

১.
চুপচাপ নিশ্চুপ
বলো কানে কথা
জানালায় চোখ আছে
বাতাসে বহতা
তুমি আমি বাঁধি চলো
প্রাণে কথকতা।।

হাতখানি রাখো হাতে
ঠোঁটখানি ঠোঁটে
যতক্ষণ ঐ প্রভাতে
সূর্য না ওঠে
তুমি আমি গড়ি চলো
প্রেমে অমরতা।।

ভালোবাসা বেশি দামী
জীবনের চেয়ে
যায় নাকো দিবাযামী
একা তরী বেয়ে
হৃদয়ের মিলনেতে
বাড়ে আকুলতা।।

শেখ জলিল ১৭.০১.২০১৭

২.
প্রিয় কথা, প্রিয় গান
প্রিয় কবিতায়
তোমারই ভাবনা জমা
ডায়েরি-খাতায়
লুকাতে পারি না তারে
কোনো ভণিতায়।।

সব লোকে শুধু বলে
আমি যে পাগল
লিখা কথা রাখে ধরে
বুকেরই আগল
তোামার ঐ আঁকা ছবি
মনেরই পাতায়।।

যতদিন বেঁচে আছি
মাটিতে ধরায়
তোমার ঐ প্রেম যেন
প্রাণেতে জড়ায়
মরে গেলেও ফিরে চাই
একই মমতায়।।

শেখ জলিল ১৭.০১.২০১৭

Photo Credit: Google Image