Saturday, December 5, 2015

যতোই তারে দৃষ্টি ছুড়ি


যতোই তারে দৃষ্টি ছুড়ি
ছোঁয় না চোখের নীড়
ষোড়শীর মনটা যে অস্থির-
কেমনে করি প্রেম নিবেদন
বুকের মাঝে সুখের চয়ন
রূপ দেখে তার হৃদয় পাগল
প্রাণটা যে অধীর।।

যতোই দাঁড়াই সামনে তাহার
মুখটি যে তার করে আঁধার
চার নয়নে হয় না মিলন
ঈঙ্গিতে সুদৃঢ়
কেমনে তাহার ভাব বুঝে ক্ষণ
ছুড়বো প্রেমের তীর।।

যতোই ভাবি আপন মনে
জীবন বৃথা তার বিহনে
মুখ ফুটিয়া কয় না কথা
শ্রবণে বধির
কেমনে তাহার হাত ধরিবো
বাঁধবো সুখের নীড়।।

শেখ জলিল ০৩.১১.২০১৫

No comments:

Post a Comment