Friday, June 29, 2012

নিষিদ্ধ আফিম

১. 
টু-উ বলে ডেকে ওঠে নিশাচর পাখি 
আড়মোড়া ভাঙে দুই আধবোঁজা আঁখি।  
২. 
নপুংসক সময় ও ঘরে বেঘোরে ঘুমায়
দরজার ওপাশ তোলে মৃদু ফিসফাস 
জোস্নাস্নানে নিমগ্ন আবক্ষ ছায়ামূর্তি শুধু 
ধনুকের ছিলার মতোন বেঁকে যায়। 
৩. 
ভাঙে ভুল, ভাঙে আড়ি 
কাঁপে নখ, কাঁপে নাড়ি 
আঁধারের নীরবতা খুলে জিপলক 
অকাতরে পান করে নিষিদ্ধ আফিম।  


শেখ জলিল ৩০.০৬.২০১২

Wednesday, June 27, 2012

চলোনা বসি আজ

চলোনা বসি আজ দুজনে মিলে
ছায়াঘেরা বাংলোর সেই টেবিলে
হারিয়েছি যে ক্ষণ সেই সন্ধ্যায়।।

পড়বার ছল করে বইখাতা ফেলে
অশান্ত হৃদয়ের ডানা মেলে
হারাতাম যেমনি করে
চলো যাই সেই নীলিমায়।।

চলোনা আজ যাই সব কিছু ভুলে
তেমনি আগের মতো হৃদয় খুলে
চোখে চোখে কথা বলি
হারানো প্রেমের ভাষায়।।

কথা ও সুর: শেখ জলিল

Sunday, June 24, 2012

হাওয়ায় উড়ছে দেখো

হাওয়ায় উড়ছে দেখো মাছের বহর
পাখিরা করছে খেলা জলের ভেতর
খেয়ে আস্ত চাঁদ এক দামড়া বাছুর
রসনা সুখেতে আজ তুলছে ঢেকুর।।

বানরের গলেতে পরিয়ে মালা
অন্ধ সে হৃদয়টা করো উজালা
যদিবা চাড়ালে বাঁধে গানে মিঠে সুর
আমি কেন লড়বো সে সুরেতে অসুর।।

অমাবশ্যাতে যদি চন্দ্রগ্রহণ
পূর্ণিমা তারে কি করবে বারণ
যদিবা ঝড়েতে কাঁপে ধ্যানী মহীশুর
আমি কেন সাধবো সুখ যক্ষের পুর।।

শেখ জলিল     ২৪.০৬.২০১২

Saturday, June 23, 2012

দেশের গান


দেশের গান
১.
স্বাধীনতা বলো কী দেবো তোমার নাম
সুনীল আকাশ, শুভ্র কপোত
নাকি যুদ্ধপাগল যুবকের পকেটে প্রেয়সীর নীল খাম।।

তুমি মায়ের চোখের অশ্র“ নাকি বোনের শাড়ীর আঁচল
স্বামীহারা শত বিধবার চোখে মুছে যাওয়া কালো কাঁজল
পিতার উদার বুকটি জুড়ে না হয় ঠিকানা দিলাম।।

তুমি ভাইয়ের বুকের রক্ত নাকি বন্ধুর হাতের মশাল
স্বাধীন স্বদেশ মুক্ত মাটিতে স্মৃতির মিনার সুবিশাল
তোমার অমর নামটি নিয়ে দীপ্ত শপথ নিলাম।।

কথা: শেখ জলিল  মোবাইল: 17807082363

২.
আমার মন কান্দেরে, আমার প্রাণ কান্দেরে
কতোদিন দেখি না গাঁয়ের শ্যামল মুখটিরে
কতোদিন খুঁজি না মায়ের স্নেহের বুকটিরে।।

ছোট্টবেলার খেলার সাথী আমার সোনার গাঁ
সেই গাঁয়েরই ঘরে ছিলো প্রাণের প্রিয় মা
মা যে আমার হারিয়ে গেছে
সেই ছোট গ্রাম তেমনি আছে
কতো স্মৃতি ঘিরে।।

ঘুরছি কতো দেশ-বিদেশে জানা-অজানা
আমার গাঁয়ের মতো সবুজ কোথাও দেখি না
যতোই দেখি নতুন কিছু
ছাড়ে না গাঁ আমার পিছু
শত সুখের ভিড়ে।।

কথা: শেখ জলিল  মোবাইল:17807082363

3.
এই সেই মাটি, এই সেই দেশ
মুক্তিযুদ্ধের বাংলাদেশ
দেখেছি যে স্বপ্ন একাত্তরে
গড়বো সে ভিত্তি শক্ত করে
মিলিত প্রাণের আয়োজনে
মৈত্রী ও সাম্যের বন্ধনে।।

(দেখো) তিন যুগ গেছে আরো যায় যুগ
শত কোটি প্রাণ আজ আছে উন্মুখ
(চায়) শান্তি ও সুখের বিশালতা
একুশ শতকের এই বারতা
গড়বো সব কিছু প্রয়োজনে
সমবেত জীবনের স্পন্দনে।।

(দেখো) শহর আর গ্রামে কতো বিভেদ
ঘুচাতে হবে আজ সেই ভেদাভেদ
(সেই) মাটি ও মানুষের কাছে গিয়ে
হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে
চলবে অঙ্গীকার উন্নয়নে
ফসল ও সবুজের নন্দনে।।

কথা: শেখ জলিল মোবাইল:17807082363

Wednesday, June 20, 2012

দূর পাহাড়ে বাঁশি বাজে

দূর পাহাড়ে বাঁশি বাজে নিঝুম নিরালায়
শ্যামা মেয়ে নেচে চলে জলের কিনারায়
ঝরনা তালে পায়ে যে তার নূপুর বেজে যায়।।

জলতরঙ্গ সুরে যে মন করে উতলা
মহুয়া বনে ডাকে পাখি পেয়ে একেলা
সুরের তালে মাদল বাজে মনের মোহনায়।।

বাঁশির সুরে পাগল করে মনউদাসী
দখিন হাওয়া জড়ায় গায়ে বনরূপসী
জানি নাতো বসত যে তার কোন্ পাহাড়ি গাঁয়।।

কথা: শেখ জলিল ফোন: ১৭৮০৪৩৩১৭০১

Monday, June 18, 2012

সেই ঘুড়ি উড়ানোর দিন


সেই ঘুড়ি উড়ানোর দিন
মার্বেল টিপ, বোশেখী মেলা রঙিন
মঞ্জু, তোকে মনে পড়ে
আজ এতোকাল পর কোথায় আছিস, কতো দূরে।।


দাঁড়িয়াবান্ধা আর হাডুডু খেলা
ছিপ বড়শি কিংবা পলো জাল ফেলা
সারাটা বিকেল কেটে যেতো খুব
ডোবাতে মাছ ধ'রে।।

মীরার সাথে আর হয় নাকো দেখা
রোকেয়া- ভারতীর কপালের লেখা
নিয়েছে মেনে সব কিছু তারা
সাজানো সংসারে।।


শেখ জলিল                   ১০.০৩.২০১২

Thursday, June 14, 2012

মন খুলে নাও

মন খুলে নাও আকাশ দেখে
রও কেন আনমনা
এক আকাশে অনেক আকাশ
যায় না তারে গোণা।।

চাঁদমুখেতে রূপ যে আছে
আছে আঁধার কালো
মেঘের আড়ে গ্রহ-তারা
করে ঝলোমলো
দুচোখ মেলে খুঁজতে পারো
অমূল্য সব সোনা।।

মন আকাশে সুখ যে আছে
আছে দুখের ছায়া
খুশীর আলোয় দুচোখ জ্বলে
ঝরে প্রেমের মায়া
প্রেম বিলিয়ে ভাঙতে পারো
মনের কাঙালপনা।।

শেখ জলিল    ১৩.০৬.২০১২

Sunday, June 10, 2012

এসো প্রত্যয়ে প্রতিদিন

এসো প্রত্যয়ে প্রতিদিন-
এই প্রিয় চেনা দেশটা গড়ি
যার কাছে রয়েছে জন্মের ঋণ
সেই ঋণ শোধবার চেষ্টা করি।।

যার কাদা-জলে বেড়েছে দেহ
ভুলতে কি পারো কোনোদিনও কেহ?
যার বুকে গড়েছি ভালোবাসা
যার বুকে বেঁধেছি স্বপ্ন-আশা
সেই মাটি মাকে গড়তে আরও
শেষ চেষ্টার অবশেষটা করি।।

যার স্বাধীনতা রক্তে কেনা
ভুলতে কি পারো তার মুক্তিসেনা
যার বুকে ঘুমিয়ে লাখো শহীদ
যার বুকে রয়েছে গর্বের ভিত
সেই সেরা দেশকে বাসতে ভালো
দেশপ্রেমিকের গড়া রেশটা ধরি।।

শেখ জলিল       ০৭.০৬.২০১২

Sunday, June 3, 2012

আমার হইলো শেষে যাওয়া

যাইতে ছিলাম বন্ধুর বাড়ি
চইড়া সাধের গাড়ি
চলতি পথে বন্ধ ইঞ্জিন
যাত্রা হইলো আড়ি।
আমার হইলো শেষে যাওয়া
উদলা দেহে মাটির ঘরে
লাগলো শীতল হাওয়া।।

সাজাই ছিলাম মনের ঘরে
ইচ্ছা পারিপাটি
সবাই আমার রইলো দূরে
স্বপ্ন হলো মাটি
সেই পাবো পাবো করেও তারে
মিললো নাকো পাওয়া।।

সবাই মিলে যতন করে
রাখলো আমায় একা
শেষ বিদায়ে একজনারই
হইলো নাকো দেখা
এই পারঘাটাতে আমার শুধু
মিছেই তরী বাওয়া।।

শেখ জলিল    ২৯.০৫.২০১২