Saturday, May 7, 2016

আমার ইচ্ছে করে যাই ফিরে সেই

আমার ইচ্ছে করে যাই ফিরে সেই
শ্যামল গাঁয়ের ছায়
প্রাণের প্রিয় মা যেখানে
চির শান্তিতে ঘুমায়
আমার বাবাও শুয়ে তারই পাশে
মাটির বিছানায়।।

নিজের হাতে মাটি দিলাম
যেদিন বাবাকে
বলছিলো মা পাশে যেন
তার কবর থাকে
একদিন মার কবরও বান্ধা হলো
একই ঠিকানায়।।

কতো জনার মরণ এলো
বাড়ির আশেপাশে
বড়ো ভাইয়া কাতর হলো
রোগের সর্বনাশে
সেদিন মায় বলছিলো খোদা যেন
ছেলের আগে নেয়।।

শেখ জলিল ০৭.০৫.২০১৬