Monday, January 5, 2015

ভুল করে কখনও বলবো না

ভুল করে কখনও বলবো না আমি
তুমিই ছিলে আমার
বেঁধেছিলে বাসা এই বুকের গহিন
জাগিয়ে স্বপ্নবাহার
এক যুগ কাটিয়েছো পাশাপাশি হেঁটে
দুজনে করেছি বাস শ্যামলে একই সাথে
ভুল করে কখনও বলবো না আর।।

কষ্ট এলে দেখিয়ে দুপাটি দাঁত
হাসবো যে দিবাযামী
ভেবো না কখনও নষ্ট হবো
কষ্টের কারণে আমি
কাল-বৈশাখী শেষে যেমন গোছায় ঘর
সুদক্ষ কৃষক
তেমনি গোছাবো নিবাস প্রতিটাবার
ঝঞ্ঝায় গুড়ানো সব
ভেবো না সেদিনে ডাকবো আবার।।

এমন তো হতে পারে সুখের চেয়েও
আছে বেশি সুখ
ভেবো না কখনও সেই তুমিহীনা
শূন্যতা ভরবে বুক
ভুল করে বলবো না ছিলে তুমিই জীবন
শেষ ভালোবাসা
আলো বা আঁধারে প্রতি দিনরাতে
পাঁজরে বেঁধেছো বাসা
ভুল করে ভুলেও ভাববো না আর।।

শেখ জলিল            ০৪.০১.২০১৫

No comments:

Post a Comment