Wednesday, August 19, 2015

আমি হয়েছি ফতুর

আমি হয়েছি ফতুর
শুধু তোমাকে ভালো বাসতে না বাসতেই
তুমি হয়েছো চতুর
পাশে সহসা ফিরে আসতে না আসতেই!
তাই হয়নি তোমাকে পাওয়া
মোহনার পানে যাওয়া-
সুখের জোয়ারে প্রেমে ভাসতে না ভাসতেই।।

আমি হয়েছি আউল
যতো তোমাকে নিয়ে
তুমি করেছো বাউল
ততো বিরহ দিয়ে
তাই হয়নি তোমাকে ছোঁয়া
জমেনি কল্প ধোঁয়া
মনের আনন্দে সুখে হাসতে না হাসতেই।।

আমি হয়েছি পাগল
যতো তোমাকে চেয়ে
তুমি গড়েছো আগল
ততো আড়াল পেয়ে
তাই হয়নি মিলনে মালা
বাসরে ভরে ডালা
বুকের জমানো ব্যথা নাশতে না নাশতেই।।

শেখ জলিল  ১৮.০৮.২০১৫

Monday, August 10, 2015

যখন থাকবে না কেউ পাশে তোমার

যখন থাকবে না কেউ পাশে তোমার
থাকবে দেহ-মন
মাটির দেহে স্রষ্টা সবার
সঙ্গী বিরাজন
তাই সময় থাকতে করো রে মন
তারই নাম স্মরণ
করো তারই প্রেম সাধন।।

ভাই বলো বন্ধু বলো
রইবে না কেউ পাশে
দুর্দিনেতে কাছের স্বজন
মুখ ফিরিয়ে হাসে
তাই রঙ্গ ছেড়ে সঙ্গ ধরো
আত্মার অনুরণ।।

ধন বলো দৌলত বলো
থাকবে না তার শোভা
জলিল বলে সবই যে ছাই
নিভলে আলোর প্রভা
তাই কালো মুছে আলো করো
হৃদয় অনুক্ষণ।।

শেখ জলিল  ১০.০৮.২০১৫



Wednesday, August 5, 2015

একটু একটু করে

একটু একটু করে
এ বুকের অন্দরে
তুমি দিয়েছো দোলা
তোমাকে পাওয়ার পর
খুশিতে এ মন
হয়েছে আত্মভোলা-
তুমি দিয়েছো দোলা
করেছি মনের দুয়ার খোলা।।

একটু একটু করে
আরও কাছে এসে
অবুঝ এ মনটাকে
গেছো ভালোবেসে
অনেক বাধার পাহাড় ভেঙে
হয়েছে দুঃখ ভোলা
ভরেছি অথই সুখের গোলা।।

একটু একটু করে
আরও চোখে চেয়ে
সুখেরই আনন্দে
গিয়েছি হারিয়ে
অনেক কথার স্বপ্নগাথা
হয়েছে সবই বলা
গড়েছি আসল জীবন চলা।।

শেখ জলিল ০৫.০৮.২০১৫