Thursday, May 28, 2015

যতোই বন্ধু বলো স্বজন বলো

যতোই বন্ধু বলো স্বজন বলো
মানুষ ধরায় একা
অভাব যখন কড়া নাড়ে
হয় না কারুর দেখা
তোমার সকল বন্ধ কপাল মন্দ
যায় না ভাগ্য লেখা।।

ধনেমানে ধনী তুমি
ভরে যাবে স্বপ্নভূমি
দূরের বন্ধু কাছের হবে
পেরিয়ে বিষুব রেখা।।

বুকপকেটে ফাঁকা তুমি
প্রিয় জুলি ছাড়বে রুমি
ঘোর বরষায় হঠাৎথামবে
সুরের কুহু-কেকা।।

শেখ জলিল ২৭.০৫.২০১৫




No comments:

Post a Comment