Thursday, January 28, 2016

ভোরের গান

১.
আজ রাঙা প্রভাতে হাঁটবো তোমার সাথে
শিশিরে ভেজাবো চরণ
দেখবে অবাক চেয়ে ভোরের ঐ সূর্যটা
আমাদের ভালোবাসা রাখবে স্মরণ।।

বনে বনে পাখিরা গাইবে যে গান
মধুময় সুরে সুরে ভরে মনপ্রাণ
ফুটবে ফুলের কলি আমাদের পথপাশে
লাল-নীল-গোলাপী হাজার ধরন।।

মনে মনে সাজাবো মিলনও বাসর
কেটে যাবে অজানায় দিনেরই প্রহর
পাতবে আঁচল তুমি সবুজের গালিচায়
হৃদয়ে প্রেমসুখ করতে বরণ।।

শেখ জলিল  ২৭.০১.২০১৬


২.
ভোর এসেছে রাঙা ভোর
খুলে গেছে বন্ধ দোর
শিশিরে ভেজাবো এই দুটি চরণ
হৃদয়ে বাঁধবো প্রণয়ের ডোর।।

হাঁটবো তারই সাথে সবুজ ঘাসে
গাইবো নতুন গান বারোটি মাসে
রাখবো এ দুটি চোখ তারই চোখে
চুপি চুপি হয়ে তার মনচোর।।

রাখবো আমারই হাত তারই হাতে
জীবনের বসন্ত প্রতি প্রভাতে
থাকবো সারাক্ষণ তারই হয়ে
নামলে পথেও অমানিশা ঘোর।।

শেখ জলিল ২৫.০১.২০১৬


৩.
আমার সারাটি জীবন জুড়ে
স্বপ্ন খুড়ে খুড়ে
চেয়েছি একটিই ভোর-
যে রাঙা প্রভাতে
হাঁটবো তোমার সাথে
শিশিরে জড়িয়ে আদর।।

রেখেছি খুলে এই বুকের কপাট
ঘুমহীন কেটে গেছে কতো শত রাত
কষ্ট প্রহরে তুমি পাশে নেই
আঁধারে বন্ধ যে দোর।।

ভেবেছি তুমি এলে ডাকবে পাখি
দুহাতে পরিয়ে দেবো প্রেমেরই রাখী
রাঙাবো হৃদয় নতুন আলোয়
প্রেমেতে রইবো বিভোর।।

শেখ জলিল ২৪.০১.২০১৬





Sunday, January 17, 2016

মন রে তুই পাগল হইলি

মন রে তুই পাগল হইলি
কীসের বিশ্বাসে
খাঁচার পাখি উড়ে গেলে
আর কি ফিরে আসে?...
এ প্রাণ হবে পাখি দেবে ফাঁকি
উড়াল দিয়ে আকাশে
টের পাবে না ঘুমের ঘোরে
মেলবে ডানা বাতাসে।।

রইবে পড়ে মাটির কায়া
অসাড় দেহ শরীর ছায়া
ভুলে যাবে সকল মায়া
বুকের ভরা নিঃশ্বাসে।।

বাসলে যারে অন্তর দিয়া
তার তরেতে কাঁদবে হিয়া
থাকবে স্মৃতি সব পড়িয়া
প্রেমের সারা হুতাশে।।

শেখ জলিলের কথার বাঁশি
রইবে পড়ে সুর উদাসী
গাইবে না আর ঘাটে আসি
বছর প্রতি ভর মাসে।।

শেখ জলিল ১৩.০১.২০১৬