Wednesday, December 23, 2015

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল
পাড়ার লোকে দেয় যে নজর
কদম চক্ষুশুল
আমি আউলা বেশে পাগলিনী
হয় কাজে-কর্মেতে ভুল।।

বৃষ্টি যখন টিনের চালে
পড়ে টাপুর টুপুর
চিকনকালা বাজায় বাঁশি
দোলে পায়ের নূপুর
আমি কেমন করে ঘর ছাড়িবো
রাইখা সোনার কানের দুল।।

ঘরে আমার শ্বশুড়-ননদ
উঠান জুড়ে বেড়া
ভাঙা চালে বৃষ্টি ঝরে
ছোট্ট একটা ডেরা
আমার সব ভিজে যায় এই বরষায়
সারা অঙ্গ মাথার চুল।।

শেখ জলিল ১০.১২.২০১৫


PC: Google Image

Saturday, December 5, 2015

যতোই তারে দৃষ্টি ছুড়ি


যতোই তারে দৃষ্টি ছুড়ি
ছোঁয় না চোখের নীড়
ষোড়শীর মনটা যে অস্থির-
কেমনে করি প্রেম নিবেদন
বুকের মাঝে সুখের চয়ন
রূপ দেখে তার হৃদয় পাগল
প্রাণটা যে অধীর।।

যতোই দাঁড়াই সামনে তাহার
মুখটি যে তার করে আঁধার
চার নয়নে হয় না মিলন
ঈঙ্গিতে সুদৃঢ়
কেমনে তাহার ভাব বুঝে ক্ষণ
ছুড়বো প্রেমের তীর।।

যতোই ভাবি আপন মনে
জীবন বৃথা তার বিহনে
মুখ ফুটিয়া কয় না কথা
শ্রবণে বধির
কেমনে তাহার হাত ধরিবো
বাঁধবো সুখের নীড়।।

শেখ জলিল ০৩.১১.২০১৫