Sunday, November 30, 2014

যার কান্দন সে কান্দে একা

যার কান্দন সে কান্দে একা
সঙ্গের সাথীর পায় না দেখা
যখন হারে প্রেমেতে-
সুসময়ে বন্ধু থাকে
দুঃখে নাই রে জগতে।।

ভাত ছিটাইলে আসে কাকে
কা-কা রবে শুধুই ডাকে
উঠান জুড়ে বসায় আসর
কতো রঙে ঢঙেতে।।

ফুল ফুটিলে ডাকে কোকিল
অন্তরাত্মায় কতো যে মিল
সুরের অভাব হয় না কোনো
রাগ-রাগিনীর বসন্তে।।

ঝড় আসিলে নাই রে কেহ
হঠাৎ করেই কাটে মোহ
শেখ জলিলের চৌসীমানায়
নাই রে সাথী দিনান্তে।।

শেখ জলিল ২৮.১১.২০১৪


Wednesday, November 19, 2014

মন মানে না সাধের পিরীতে

মন মানে না সাধের পিরীতে-
দেহের তরু শিকড় ছাড়া
ভবের মাঝে আছে খাড়া
পরজনমে পাবো কি তার
বোধেরই মূল ধরিতে।।

হাওয়ার উপর জলদ ভাসে
উড়ে যায় সে কোন্ ড়াসে
বজ্রমেঘে ডাকলে দেয়া
আসবে কি সে ঝরিতে!।

পিরীত যদি স্রষ্টারই দান
থামবে কেন এলে নিদান
মরণ শেষে পাই যেন তার
সুখের মিলন করিতে।।

ভাবছে জলিল দাওয়ায় বসে
পড়বে ঘরের চালা খসে
বাজবে কখন মরণ ধ্বনি
জীবন নামের ঘড়িতে।।


শেখ জলিল ০২.০৫.২০১৪

Tuesday, November 11, 2014

আমি বুকপকেটে জমিয়ে রাখি

আমি বুকপকেটে জমিয়ে রাখি
নবীন ইচ্ছাগুলো
শীতচাদরে দমিয়ে রাখি
প্রবীণ কিস্সাগুলো
আমার নেই কোনো দাম তোমার কাছে
পথের ধুলোর মতো
অচল সিঁকিও কম্পা যাচে
জাগিয়ে মনের ব্রত।।

আমি এখন নইতো কারও
কষ্ট কেবল বাড়ছে আরও
কথার মালা গেঁথে-
হারানো সুর তানপুরাতে
উঠছে ধারা মনপুরাতে
লিখছি অবিরত।।

তুমি এখন ছুড়তে পারো
তিক্ত কথার শর যে আরও
কী আসে যায় তাতে-
তবুও প্রেম আঁখিপাতে
ঢেউ খেলে যায় সুখের স্রোতে
হাজার স্মৃতি শত॥

শেখ জলিল  ০৩.১১.২০১৪











Thursday, November 6, 2014

আমার উঠলো বাই তো কটক বাই

আমার উঠলো বাই তো কটক বাই
সফল কাজে নাই রে নাই
বেভুল পথে সময় উজাড়
কেমনে উৎরাই।।

যখন উটের পিঠে জলের জালা
তবু তেষ্টায় ঝালা-পালা
উপবাসের নই তো কেউ
পারণের গোঁসাই।।

যখন উনানে চড়ে না হাড়ি
কথায় রাজা-বাদশা মারি
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
চাপছে যে সদাই।।

এখন উপরে ঘেরা মধ্যে ফাঁক
দেখেছে লোকে লাখে লাখ
জলিল বলে আলস্যেরে
কোন্ খানে খেদাই।।

শেখ জলিল  ২৮.০৫.২০১৪ 

Sunday, November 2, 2014

জীবন গাড়ি যাচ্ছে ছাড়ি

জীবন গাড়ি যাচ্ছে ছাড়ি
চলতি পথে রোজ হরদম
যম-ট্রাফিকে হাত নাড়িলে
থামবে গাড়ির হাওয়াই দম।
কী নিদয়া এই জীবের যম
নিদয়া এই জীবের যম
যম-ট্রাফিকে হাত নাড়িলে
থামবে গাড়ির হাওয়াই দম।।

গাড়িটার নয় দরজা খোলা
আর আটকুঠুরি তলা
ছয় ড্রাইভারে সামনে চালায়
চলন আলাভোলা
কখন জানি চোরকাঁটাতে
যায় ফেটে টায়ার বটম।।

দিগন্তের শেষের ইস্টিশনে
ঘোর আঁধারের ক্ষণে
গাড়ির বগি বদল হবে
অচেনা জংশনে
জলিল বলে সেই দিনেতে
কই যাবে এই নরাধম।।

শেখ জলিল  ০৬.০৫.২০১৪