Friday, March 6, 2015

মন তুই, খুঁজলি নারে আলোর দিশা

মন তুই, খুঁজলি নারে আলোর দিশা
রইলি ভবের মায়ায় ভুলে
রং বেরঙের বর্ণমালা
পড়লি না বই পাতা খুলে-
তুই গেলি না সে ইস্কুলে।।

গুরু-শিষ্যের মাঝে যে এক
ভাবের মহাজন
হেলায় হেলায় হারাইলি সে
সোনার মূল্য ধন
তারা সিদ্ধিলাভে পার হইয়া যায়
সেই জ্ঞানসমুদ্রের কূলে।।

ভবের মায়া বিষম মায়া
যায় না ভোলা টান
শেখ জলিলের জীবন কাটে
সংসারে বিরান
এখন নিদানকালে যাবে কি তার
সেই দিব্য চক্ষু খুলে।।

শেখ জলিল  ০৬.০৩.২০১৫