Thursday, January 29, 2015

কান্দে নয়ন কান্দে এ মন

কান্দে নয়ন কান্দে এ মন
কান্দে বুকের অন্তর
আমায় ছাইড়া কোথায় রে তুই
বাঁধলি সুখের ঘর
আমি হইলাম তোরই পর।।

কান্দে আকাশ কান্দে বাতাস
কান্দে নদীর ধারা
তোর বিরহে উদাস দুপুর
সাঁঝের চন্দ্রতারা
আমি রইলাম মাটির 'পর
হইয়া যে এক পাথর।।

কান্দে পাখি চখাচখি
বংশী নদীর তীরে
কান্দে পানি শৈল্লা বিলে
শাপলা-শালুক ঘিরে
আমি হইলাম যে দোসর
বাউলাতে দিনভর।।

শেখ জলিল ০৬.০১.২০১৫

No comments:

Post a Comment