Thursday, October 29, 2015

কোকিল ডাকিস্ নারে গাছের আড়ে

Add caption
কোকিল ডাকিস্ না রে গাছের আড়ে
দুঃখ প্রাণে পাই
প্রেম জাগাাইয়া যাস্ রে কোকিল
বন্ধু কাছে নাই-
কে যে আদর করে ঘুম পাড়াবে
দুই নয়নে চুম জড়াবে
ঘুম ভাঙিলে কষ্ট বুকে
ওষুধ কোথা পাই।।

সে যে আসি বলে গেলো চলে
দূর প্রবাসে আমায় ফেলে
বছর ঘুরে বছর এলো
ফেরার হদিস নাই-
এখন ভাঙা ঘরে চোর ঢুকিলে
কোথায় নেবো ঠাঁই।।

সে যে নিঠুর পাষাণ হৃদয়ে শান
ধারাল ছুরি করে দু'খান
বুক চিরিয়া প্রাণটা নিলো
কেমনে ফিরে পাই-
এখন মনের ঘরে ঝড় উঠিলে
কোথায় বলো যাই।।

শেখ জলিল ২৯.১০.২০১৫

No comments:

Post a Comment