Monday, September 30, 2013

ছাতিম গাছের মাথায় কাক

ছাতিম গাছের মাথায় কাক
কা-কা রবে পাড়ছে ডাক
খোকন সোনার বিয়ে দেবো না
কনের বায়না নেবো না।
বাঁশের ঝাড়ে বকের ছা
যা বগি তুই দূরে যা
খোকার দিকে নজর দিও না
শখের খেলনা নিও না।।

আসবে ছুটে রাজার ঘোড়া
মোদের ঘোড়াশালে
পালকি নিয়ে ছয় বেহারা
হাঁটবে দুলকি চালে
ঘটক বাবুর মাথায় টাক
বাজবে ঢোলক বিয়ের ঢাক
খোকার বারাত ফিরে চেয়ো না
তোমরা দুঃখ পেয়ো না।।

বাড়ির পাশে তেঁতুল গাছে
কুটুম বাসা বাঁধে
আড়বাঁশিতে খোকন সোনা
শ্যামের গীতি সাধে
রাইবিনোদীর বেজায় রাগ
হঠাৎ করে থামলে ঢাক
তোমরা স্তব্ধা খেও না।।

শেখ জলিল  ০৭.০৯.২০১৩