Monday, December 23, 2013

বাউরী বাতাস বাউরী বাতাস

বাউরী বাতাস বাউরী বাতাস
মন পবনে ঝড়
বুকের মাঝে বাইন্ধাছে ঘর
বাউল কারিগর
আমি পথের মাঝে সন্ধান করি
পথের পথিকবর।।

আমার নাই রে আপন নাই রে স্বজন
সঙ্গী যে একতারা
আউল বাউল মনটা আমার
রূপের পাগলপারা
আমি অকূল কূল খুঁইজা মরি
অচিন রূপনগর।।

আমার নাই রে বাড়ি নাই রে দ্বারি
বান্ধি যে ঘর পথে
জলিল বলে বসত আমার
ভাবের ভাবনারথে
আমি সবার মনে বাঁধন গড়ি
ভুইলা আপন পর।।

শেখ জলিল ১৩.১০.২০১৩

Monday, December 9, 2013

আশ্বিনে নয়, কার্তিকে নয়

আশ্বিনে নয়, কার্তিকে নয়
আইসো বন্ধু পউষে
বিহান বেলার রোদ পোহাবো
বইসা মনের হাউসে
তুমি আইসো বন্ধু পউষে।।

সারা রাইতের শীতের পরে
বিহান বেলার রোদ
দেহের মাঝে উষ্ণ ছড়ায়
বাড়ায় স্পর্শ বোধ
তুমি থাইকো বন্ধু একটু পাশে
সুখের তখত তাউসে।।

কইও কথা মিষ্টি তেতো
সারা দিনমান
খেলবো পাশা দুজন মিলে
ভরবে মনপ্রাণ
তুমি গাঁইথো মালা গোলাপ-গাঁদার
রাঙা ফুলের ঢাউসে।।

শেখ জলিল   ০৯.১২.২০১৩