Saturday, December 27, 2014

সত্য কি আর থাকে গোপন

সত্য কি আর থাকে গোপন
যখন মানুষ হারে প্রেমে
যেমন মেঘের কান্না দেয় জানিয়ে
ঝড়-বৃষ্টিতে থেমে।।

দৃষ্টি কি আর হয় গো আড়াল
মুখ লুকালে সাঁঝে
ঠোঁটের ভাষা দেয় বুঝিয়ে
দুঃখ-কথার মাঝে
চরণ যে তার থেমে থাকে
প্রেমের পথে নেমে।।

কষ্ট কি আর হয় গো লেপন
পুড়লে কারও ছবি
মনের ভেতর আঁকা থাকে
প্রতিচ্ছবি সবই
স্মৃতি যে তার জমা থাকে
বুকের বাঁধা ফ্রেমে।।

শেখ জলিল ২৭.১২.২০১৪

Saturday, December 13, 2014

দুঃখের দরদী কোথা পাই

দুঃখের দরদী কোথা পাই
সুখে আসে ঝাঁকে ঝাঁক
নিদানের বন্ধু নাই।।

বিশ্বাসে যার কাছে
পাতি দুই হাত
সে বলে প্রেমের মরা
যাওনা তফাৎ
আমার হৃদয়ের এতো দাগা
কেমনে সরাই।।

অন্তরে যার গড়া
নিদয়া পাষাণ
কী করে পাবো বলো
তার প্রতিদান
আমার মিলনের এতো বাধা
কেমনে ত্বরাই।।

শেখ জলিল   ১৭.১১.২০১৪

Monday, December 8, 2014

আমি যারে বাসলাম ভালো

আমি যারে বাসলাম ভালো
বাসলো না সে আমারে
দুই হৃদয়ের দুইটি ধারা
মিশলো না এক কিনারে।।

গিরি-পাহাড় সব ডিঙাইয়া
হইলাম নদীর জল
সেই জল আমার শুকাই গেলো
তপ্ত মরুর তল
আমার বুকের আশা ব্যর্থ-নাশা
উষ্ণ বালুর মিনারে।।

অনেক যত্নে স্বর সাধিয়া
বাঁধলাম গানের সুর
সেই গান আমার বেতাল গাইলো
প্রাণেরই অসূর
ও হায় বেভুল হইলে শেখ জলিলে
বন্ধ গানের বীণা রে।।

শেখ জলিল   ০৭.১২.২০১৪

Thursday, December 4, 2014

আমার মায়ে চেয়েছিলো

আমার মায়ে চেয়েছিলো
মুক্তি, স্বাধীনতা
মাথার উপর সুনীল ছায়া
বিশাল উদারতা
সেই আকাশটা তেমনি আছে
নেইকো সুখের রেশ
সব হারিয়ে পেলো মায়ে
এ কোন্ সোনার দেশ।।

জ্বলে নাকো মননের ফুল
নামলে আঁধার রাতে
তুখোড় কণ্ঠ যায় শুকিয়ে
সন্ত্রাসী আঘাতে
সাহসী বুক নেয় না পেতে
দেশপ্রেমিকের বেশ।।

কেটে গেছে অনেক বছর
স্বাধীনতার পরে
হয়নি আজও দেশটি গড়া
মায়ের মতোন করে
কোথায় আছে সেই সে ছেলে
ভুলবে হিংসা-দ্বেষ।।

শেখ জলিল     ০৬.০৭.২০১২