Friday, May 1, 2015

সেই এক মন্থর বিকেলে

সেই এক মন্থর বিকেলে-
সূর্যটা গিয়েছিলো পশ্চিমে হেলে
দুজনে ছিলাম বসে বটেরই ছায়ায়
কী জানি কী এক ধ্যানে নিবিড় মায়ায়
হয়নি তবুও কথা হৃদয় মেলে।।

বিকেলের সোনারোদ হয়ে গেলে ম্লান
জেগেছে প্রাণেতে সুর প্রেম জয়গান
ফিরেছি যে যার পথে সব অবহেলে।।

এখনো বিকেল হলে করে পাখি গান
বাড়িয়ে বুকের মাঝে স্মৃতি কলতান
আসবে না ফিরে আর এসেছি যা ফেলে।।

শেখ জলিল    ০১.০৫.২০১৫


No comments:

Post a Comment