Friday, February 12, 2016

আহা! কী মিষ্টি সোনালী রোদ

আহা! কী মিষ্টি সোনালী রোদ
ছুঁয়ে যায় এ মনের যতো চাওয়া-বোধ
তুমি ভালোবাসো তাই স্বপ্ন খুঁজে পাই
করে যাই হৃদয়ের লেনাদেনা শোধ।।

জেগে ওঠে ঘুমরাত- ভোরের আকাশ
ধীরে ধীরে বয়ে যায় পুবালী বাতাস
ডাকছে পাখিরা সব চেনা মধুস্বরে
গানে গানে পৃথিবীতে কতো যে আমোদ।।

বসে আছি পথ চেয়ে- আসবে তুমি
রঙে রঙে ভরে যাবে সারা বনভূমি
থাকবে না কোনও বাধা আজ কাছে পেতে
খুলে যাবে দুজনার প্রেমে অবরোধ।।

শেখ জলিল ১১.০২.২০১৬