Monday, January 28, 2013

আয় লো সখি

আয় লো সখি দোলনায় দুলি
ভাবের আঙিনায়
ভাব জইমাছে সারা অঙ্গে
বুকের পিঞ্জিরায়
সখি, আয় লো কাছে যায়
ভাবের সময় চইলা যায়।।

ভাবে মইজা শ্যামে রাধার নামে
হইলো দিশেহারা
আমি কী আর চাই বাঁচিবার
তোরই সঙ্গ ছাড়া
প্রেমের উথাল হাওয়া সকল চাওয়া
সখি তোরে চায়।।

প্রেমে ইউসুফ নবী পেলো যে কী
রূপ জুলেখার মাঝে
দুনিয়াদারী পরপারই
ভুইলা গেলো সাঁঝে
মনের ভাবের গতি প্রেমের রীতি
বোঝা বিষম দায়।।

শেখ জলিল ২৩.০১.২০১৩