Friday, October 27, 2017

খাঁচার তালায় জং ধরেছে

Image result for cage and bird
খাঁচার তালায় জং ধরেছে
কব্জাতে নাই জোর
শংকাতে মন কখন পাখি
ভাঙবে খাঁচার দোর
একদিন বাড়বে ঝড়ের তোড়
পাখি ভুলবে মায়ার ডোর।।

যৌবন গেলে বৃদ্ধ হলে
খাঁচার প্রতিপালক
পাখি কি আর রাখবে মনে
ছিন্ন খাঁচার শোক
সেই অচিন দেশে যাবেই পাখি
কাটিয়ে প্রেমের ঘোর।।

জলিল বলে পুষেছি যে
বনের পাখিটিরে
যতন করে রেখেছি এ
বুকের খাঁচার নীড়ে
সেই পাখি যখন উড়ে যাবে
আর হবে না ভোর।।

শেখ জলিল ২৭.১০.২০১৭

PC: Google Image

Friday, October 20, 2017

হেইয়া হো হেইয়া হো

Image result for boat in the sea
হেইয়া হো হেইয়া হো
জেগে রহো দূরে চাহো
যেতে হবে বহুদূর
শুধু বৈঠা হাতে দেবো পাড়ি
গহীন সমুদ্দুর।।

মাল্লা আছে ছয় জন নায়ে
একজনা কাণ্ডারি
ভরসা শুধু তাঁরই উপর
দেবোই যে পথ পাড়ি
লক্ষ্য বুঝে চালাও বৈঠা
অপার অচিনপুর।।

যাইও বলে বদর বদর
মাল্লারই গান গাইয়া
অচিন দেশে পৌঁছবে তুমি
ভব দরিয়ার নাইয়া
বেখেয়ালে কইরো না আর
স্বপ্নটা ভাঙচুর।।

হেলায় হেলায় সব ছেড়েছি
আপন সোনার ভূমি
পারাপারের একক মালিক
মাবুদ আল্লাহ তুমি
জলিল বলে পার করে দাও
ঢেউয়ের শঙ্খচূড়।।

শেখ জলিল ২০.১০.২০১৭

Photo Credit: Google Image

Sunday, October 1, 2017

সখি কাটে না একেলা

সখি কাটে না একেলা
হেলায় হলো যে বেলা
চলো যেতে হবে দূর
সেই প্রেমের অচিনপুর।।

আর কতদিন অপেক্ষাতে
থাকবো একা বসে
বছর ঘুরে কবে সে দিন
হৃদয় অংক কষে
মিলন আশা বিষম জ্বালা
চোখে স্বপ্ন ক্ষুধাতুর।।

আর কতদিন নীলাকাশে
দেখবো উড়ো পাখি
জোড় বেঁধে সব যাচ্ছে দূরে
করছে ডাকাডাকি
পাখির মতোন হতো যদি
এই কণ্ঠ সুমধুর।।

শেখ জলিল ১৫.০৯.২০১৭