Saturday, April 13, 2013

ছয় ঋতুতে ছয়টি রূপে


ছয় ঋতুতে ছয়টি রূপে
সাজে কোন্ সে দেশ
শুনছো নি সেই দেশেরই নাম
রূপের বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ।।

গ্রীষ্ম এলে মিষ্টি ফলে
ভরে সবার মুখ
বর্ষা তুখোড় বৃষ্টি মুখর
মনে ঝরায় সুখ
আবার শরৎকালে কাশের ফুলে
পরায় শুভ্র বেশ।।

হেম-হেমন্তে দিগ-দিগন্তে
ফসল কাটার ধুম
শীতের পিঠা মধুর মিঠা
নেয় যে কেড়ে ঘুম
আবার বসন্তেরই রং-বাহারি
ফুলের নেইকো শেষ।।

শেখ জলিল           ১৮.০৬.২০১২


Tuesday, April 9, 2013

এই সবুজ-শ্যামল দেশের বুকে

এই সবুজ-শ্যামল দেশের বুকে
প্রাণের মায়া রাশি রাশি
যেখানেই যাই যতো দূরে
বারবার ফিরে শুধু আসি
ও বাংলাদেশ, বাংলাদেশ
আমি তোমাকেই ভালোবাসি।।

চেয়ে দেখি কতো রং কতোনা ছবি
ঘুরে ঘুরে নানা দেশ সারা পৃথিবী
তবু প্রিয় পতাকা এই লাল-সবুজ
যখনই হই পরবাসী।।

তুমি যে আমার মা স্বদেশভূমি
যখনই কাছে পাই মাটিকে চুমি
মাগো তোমার বুকেতে জীবন-মরণ
আনন্দ-বেদনা-হাসি।।

শেখ জলিল      ০৯.০৪.২০১৩
 

Wednesday, April 3, 2013

দিকহারা ছেঁড়া পালে

দিকহারা ছেঁড়া পালে লেগেছে হাওয়া
ভাবছে হিসেবী মন চাওয়া-পাওয়া
ভুলেছে চলার পথ, ঢেউয়েতে উল্টো রথ
হবে না হবে না ছোট তরী বাওয়া।।

অদূরে প্রবাল দ্বীপ সবুজে ঘেরা
বন্দী পাখিটা বনে বেঁধেছে ডেরা
ইচ্ছে ঘুড়িটা তার নাটাই ছেঁড়া
দূরবীণ চোখে চোখ লক্ষ্মী টেরা
হয়েছে বিবাগী মন, দূরে চেয়ে অনুক্ষণ
হবে না হবে না প্রেমদ্বীপে যাওয়া।।

হাজারও কথার মিল জেগেছে সুরে
ছন্দ তুলেছে তান হৃদয়পুরে
দেখেছে কতোনা চেয়ে আসর ঘুরে
স্বপ্নছবিটা ছিলো দুচোখ জুড়ে
হেরেছে পাগল মন, শুনে তার অনুরণ
হবে না হবে না সুখছোঁয়া পাওয়া।।

শেখ জলিল         ০৩.০৪.২০১৩