Thursday, October 25, 2012

মনটা কঠিন পাথর তো নয়

মনটা কঠিন পাথর তো নয়
সকল আঘাত সইবে
পাহাড় সমান ব্যথার বোঝা
একলা একা বইবে।
তুমি ভুল করে যাবে
বুকের মন ভেঙে দেবে
ভাবছো কেন তবু এ মন
তোমার কথাই কইবে?।

তুমি অন্তরে উদাস
সাধের প্রেমকে করো নাশ
অমাবশ্যার চাঁদ হয়ে যাও
বছর বারো মাস।
যখন পূর্ণিমা হবে
হঠাৎ সুখ অনুভবে
হারা শশীর জোস্না কী আর
তোমার তরেই রইবে?।

তুমি উল্লাসে কাতর
আপন সন্ধানে বিভোর
কারো ব্যথায় হৃদয় তোমার
খুললো নারে দোর।
যখন সব কিছু যাবে
শুধুই শূন্যতা খাবে
সুখের সাথী সেদিন কী আর
তোমার দুঃখ বইবে? ।

শেখ জলিল                ২৫.১০.২০১২

Sunday, October 21, 2012

পূবাল হাওয়া যাও বলে যাও

পূবাল হাওয়া যাও বলে যাও
কোন্ দেশে তার ঘর
যার আকাশে স্বপ্ন ভাসে
ছড়িয়ে তেপান্তর
আমি ইচ্ছে পালে ঢেউয়ের তালে
ভাসবো নিরন্তর।।

দুলবে তরী ঝড়ের দোলায়
একলা পথে সামনে চলায়
তবু সাঁঝ-প্রভাতে বৈঠা হাতে
ঘুরবো দেশান্তর।।

শূন্য বুকে বিফল আশা
থাকবে তবু ভালোবাসা
জানি মিলবে একা তাহার দেখা
যাত্রা শেষের পর।।

শেখ জলিল   ২১. ১০.১১২

Friday, October 12, 2012

বেঁচে থাকা এক বাস্তবতা

বেঁচে থাকা এক বাস্তবতা
কিছু ডাল-ভাত-রুটি
ঘুমাও তুমি কাব্য-কথা
কবিতা দিলাম ছুটি।।

জাগিও না আর ঘুম-নিশীথে
যদিবা জোস্না ঝরে
জানো কি তখন ক্ষুধার জ্বালায়
কতো জনের পেট পোড়ে
দুখী মানবতা গুমরে মরে
ধরাতে লুটোপুটি।।

তাকিও না আর সুখ-মিলনে
যদিবা সোহাগ বাড়ে
জানো কি তখন গ্রেনেড-গুলি
কতো শিশুর প্রাণ কাড়ে
পঞ্চম রাষ্ট্র শক্তিধরে
শান্তির চাপে টুটি।।

শেখ জলিল   ১২.১০.২০১২

Wednesday, October 10, 2012

আমি পারবো না গড়ে যেতে

আমি পারবো না গড়ে যেতে
পৃথিবীর সেরা সৌধের রূপ
থাকলে পাশে তুমিই  শুধু
নিয়ে সব কষ্ট-দুখ
এই শীর্ণ কুটিরে খুঁজে পাবো
শত তাজমহলের সুখ।।

ঝঞ্ঝা এলে লড়বো যেমন
বিজয়েতে হাসবো
কান্না-হাসির জোয়ার এলে
শুধুই ভালোবাসবো
দ্বন্দ্ব ও দ্বিধায় একই মতে
মেলাবো এই বুকে বুক।।

আঘাত এলে সইবো যেমন
মিলনেতে ভাসবো
দুঃখ-সুখের দোলায় দুলে
মনের ব্যথা নাশবো
ছন্দ ও সুরে একই গানে
ভরবো চুপকথা চুপ।।

শেখ জলিল    ১০.১০.২০১২

Saturday, October 6, 2012

ঘুমের রাজ্যে গড়েছি আমার

ঘুমের রাজ্যে গড়েছি আমার
স্বপ্ন নামের বাড়ি
বাস্তবতার কঠিন চাওয়া
বেঁধেছে ভীষণ আড়ি
তুমি যেন সেই চেনা রূপকথা
অসীমে দিয়েছো পাড়ি।।

নেই কোনো পথ তোমাকে দেখার
চোখের পাখিরা খোঁজে বারবার
শূন্য আকাশ রিক্ত হৃদয়
শুক বিনা কাঁদে সারি।।

নেই কোনো সুখ এ মনে আমার
ক্লান্ত প্রহরে জমেছে আঁধার
কষ্ট পাঁজরে স্মৃতির পাহাড়
শুয়ে থাকে আড়াআড়ি।।

শেখ জলিল     ০৫.১০.২০১২

Wednesday, October 3, 2012

চাঁদনী রাতে তোমার চোখে

চাঁদনী রাতে তোমার চোখে
খেলবে জোস্না হাসি
ঝিঁঝির গানে পাখির ডাকে
বাজবে মনের বাঁশি
পুরনো এক ডাক বাংলোতে
বাঁধবো বাসর ঘর
ভালোবাসায় দেবো পাড়ি
সুখের তেপান্তর।।

থাকবে না ঘুম কারও চোখে
ভাঙবে স্বপ্ন বাঁধ
হুইস্কি আর কফির ঘ্রাণে
কাটবে সারা রাত
পালংক আর সোফা পাবে
উষ্ণতায় আদর।।

ভাববো তোমায় পাহাড় কন্যা
আমায় আদিবাসী
নগর ছেড়ে দূরারণ্যে
থাকবো পরবাসী
ছড়িয়ে দেবো বনের বুকে
জুম্ম চাষ চাদর।।

শেখ জলিল  ০৩.১০.২০১২