Friday, June 5, 2015

মানুষে কোরো না অবহেলা

মানুষে কোরো না অবহেলা
দেখবে ঘোর কাটিলে অবেলা
সেই মানুষই সঙ্গী হবে
যখন তুমি একেলা।।

সুখের সঙ্গী সকলে হয়
দুখের সঙ্গী নয়
ভালোবাসা যায় হারিয়ে
যখন অভাব বয়
তোমার দুর্দিনেরই বন্ধু চিনো
খুললে মনের জানালা।।

আজ মরলে কাল দুদিন হবে
গুণিজনে কয়
সোনার দেহ পচেগলে
হয়ে যাবে ক্ষয়
তোমার মানবধর্ম জমা রেখো
হৃদয় জুড়ে উজালা।।

ভাবছে বসে শেখ জলিলে
কোথায় কীসে সুখ
সিদ্ধিলাভে মানবজীবন
ধরাতে বিমুখ
শুধুই হিংসা-লোভে- দ্বিধা-দ্বন্দ্বে
বাড়ছে পাপের ডালপালা।।

শেখ জলিল ০৬.০৬.২০১৫




No comments:

Post a Comment