Friday, April 20, 2012

এই নিঃসঙ্গ প্রবাসে

এই নিঃসঙ্গ প্রবাসে কতো দুঃসহ দিন
জীবনের বসন্ত হলো বিলীন
হলো না দেখা শুধু তোমার সাথে
স্মৃতিগুলো ওড়ে নীল ঘাস ফড়িং।।

হলো না যাওয়া আর স্বর্ণালী দিনে
বাজিয়ে সুখের গান হৃদয়ের বীণে
ছিঁড়ে গেছে মালা সেই বিনিসূতার
করে দিয়ে সব কিছু প্রেমচিহ্নহীন।।

দিলে না তোমার আর কোনো ঠিকানা
রইলে অপর হয়ে দূরে অজানা
খুঁজে ফিরি আজও সেই অনন্ত সুখ
দিয়েছিলে তুমি এসে বাধাবন্ধহীন।।

শেখ জলিল         ২০.০৪.২০১২

Wednesday, April 18, 2012

দিনে দিনে পৃথিবীটা যাচ্ছে বদলে

দিনে দিনে পৃথিবীটা যাচ্ছে বদলে
বদলে যাচ্ছে মানুষ
তবুও মানুষ ঐ আকাশে ওড়ায়
অধরা স্বপ্নের ফানুস
ভুলে যাবে একদিন তুমিও জানি
আমার এ ভাবনা তবু তোমাতে বেহুঁশ।।

একদিন ঘূণপোকা কাটবে হৃদয়
ভালোলাগা স্মৃতিগুলো হবে বিষময়
আসবে ঝড়, ভাঙবে ঘর
ফাঁপানো প্রেমের বেলুন দমকা হাওয়ায়
ফেটে যাবে ঠুস।।

একদিন যন্ত্রণা ডাকবে বিষাদ
অনাবিল সুখগুলো হবে অবসাদ
আসবে ক্ষণ, ভাঙবে মন
লুকানো বিরহ আগুন হৃদয় কোণায়
জ্বলে যাবে ফুঁস।।

শেখ জলিল          ২৯.০৩.২০১২