Tuesday, May 27, 2014

আমি টকের জ্বালায় দেশ ছাড়িলাম

আমি টকের জ্বালায় দেশ ছাড়িলাম
এখন তেঁতুলতলায় বাস
জলের রেখা খলের পিরীত
হলো সর্বনাশ।।

আমার জন, জামাই আর ভাগনা মিলে
আঘাত দিলো হৃদয় দিলে
না জিগালো সোদর ভাইয়ে
করি চণ্ডালে বিশ্বাস।।

আমার মনের ইঁদুর গর্ত খোঁড়ে
সাপ এসে তা দখল করে
ইল্লী দিয়ে দিল্লী যাওয়া
ও হায় যায় না মনের আশ।।

আমার ধান নেই তবু বানাই চিঁড়ে
শিরোনাস্তি শিরঃপীড়ে
জলিল বলে নিদানকালে
শুধু বাড়ছে বুকের শ্বাস।।

শেখ জলিল  ১৫.০৫.২০১৪