Wednesday, November 29, 2017

পঞ্চাশে দিয়েছি পা

Image result for pen-writing pad
পঞ্চাশে দিয়েছি পা
করছি সারেগামা
গান শেখা হয়নিকো আধো
তবু কেন হৃদয়ে সুর
বাজছে সকাল দুপুর
মনোবীণা কেন সুরে সাধো।।

লিখছি কবিতা লিখছি গান
লেখনীর ভাণ্ডার আজও অফুরান
মন মানে না মানা হয়নি যে হিট
গানেরই কথা তবু বাঁধো।।

ভাবছি নিরলে ভাবছি সুর
উঠবে বেজে কবে সুরেলা নূপুর
গাইবো কবে যে গান মনেরই মতো
প্রাণেতে দ্বিধা অপরাধও।।

শেখ জলিল ২৯.১১.২০১৭

PC: Google Image

Monday, November 13, 2017

এমন মধুর হাসি

Image result for bangladeshi lady sketch
এমন মধুর হাসি দেখিনিতো আর
চুয়ে চুয়ে পড়ছে রূপের বাহার
মন চায় বলতে তুমি যে আমার
শুধু তুমি যে আমার।।

এমন হরিণী চোখ তন্বী দেহ
পৃথিবীতে বলো আর পেয়েছে কেহ
এমন মাধবী হাত স্পর্শ-ছোঁয়ার
নেইতো কোথাও তার তূল্য আর।।

এমন মায়াবী সুর প্রেম আহ্বান
এ ধরাতে তার কাছে সবই যে ম্লান
এমন কথার বোল কণ্ঠধারার
নেইতো কোথাও তার তূল্য আর।।

শেখ জলিল ১৩.১১.২০১৭

PC: Google Image

Friday, October 27, 2017

খাঁচার তালায় জং ধরেছে

Image result for cage and bird
খাঁচার তালায় জং ধরেছে
কব্জাতে নাই জোর
শংকাতে মন কখন পাখি
ভাঙবে খাঁচার দোর
একদিন বাড়বে ঝড়ের তোড়
পাখি ভুলবে মায়ার ডোর।।

যৌবন গেলে বৃদ্ধ হলে
খাঁচার প্রতিপালক
পাখি কি আর রাখবে মনে
ছিন্ন খাঁচার শোক
সেই অচিন দেশে যাবেই পাখি
কাটিয়ে প্রেমের ঘোর।।

জলিল বলে পুষেছি যে
বনের পাখিটিরে
যতন করে রেখেছি এ
বুকের খাঁচার নীড়ে
সেই পাখি যখন উড়ে যাবে
আর হবে না ভোর।।

শেখ জলিল ২৭.১০.২০১৭

PC: Google Image

Friday, October 20, 2017

হেইয়া হো হেইয়া হো

Image result for boat in the sea
হেইয়া হো হেইয়া হো
জেগে রহো দূরে চাহো
যেতে হবে বহুদূর
শুধু বৈঠা হাতে দেবো পাড়ি
গহীন সমুদ্দুর।।

মাল্লা আছে ছয় জন নায়ে
একজনা কাণ্ডারি
ভরসা শুধু তাঁরই উপর
দেবোই যে পথ পাড়ি
লক্ষ্য বুঝে চালাও বৈঠা
অপার অচিনপুর।।

যাইও বলে বদর বদর
মাল্লারই গান গাইয়া
অচিন দেশে পৌঁছবে তুমি
ভব দরিয়ার নাইয়া
বেখেয়ালে কইরো না আর
স্বপ্নটা ভাঙচুর।।

হেলায় হেলায় সব ছেড়েছি
আপন সোনার ভূমি
পারাপারের একক মালিক
মাবুদ আল্লাহ তুমি
জলিল বলে পার করে দাও
ঢেউয়ের শঙ্খচূড়।।

শেখ জলিল ২০.১০.২০১৭

Photo Credit: Google Image

Sunday, October 1, 2017

সখি কাটে না একেলা

সখি কাটে না একেলা
হেলায় হলো যে বেলা
চলো যেতে হবে দূর
সেই প্রেমের অচিনপুর।।

আর কতদিন অপেক্ষাতে
থাকবো একা বসে
বছর ঘুরে কবে সে দিন
হৃদয় অংক কষে
মিলন আশা বিষম জ্বালা
চোখে স্বপ্ন ক্ষুধাতুর।।

আর কতদিন নীলাকাশে
দেখবো উড়ো পাখি
জোড় বেঁধে সব যাচ্ছে দূরে
করছে ডাকাডাকি
পাখির মতোন হতো যদি
এই কণ্ঠ সুমধুর।।

শেখ জলিল ১৫.০৯.২০১৭

Thursday, July 27, 2017

বারবার ফিরে যাই স্বর্ণালী শৈশবে

Image result for নদীতীরে ভালোবাসা
বারবার ফিরে যাই স্বর্ণালী শৈশবে
বারবার ফিরে যাই কৈশোরে গৌরবে
আজও আমি ফিরে যাই উত্তাল যৌবনে
মনে পড়ে চাঁদমুখ স্মৃতিঝরা এই ক্ষণে।।

খেলেছি যে কত খেলা গেঁয়ো পথ প্রান্তরে
দেখেছি যে কত মেলা দুটি চোখ প্রাণ ভরে
ধরেছি যে কত হাত মিছে ছল ভান করে
ঘুরেছি যে দুজনায় নদীতীরে কাশবনে।।

বলেছি যে কত কথা নির্জনে বসে বসে
পেয়েছি যে কত ব্যথা না-দেখায় দিন শেষে
চেয়েছি যে কত প্রেম তোমাকেই ভালোবেসে
গড়েছি যে ছায়ানীড় হৃদয়েরই দর্পণে।।

শেখ জলিল ২৭.০৭.২০১৭

Image: somewhereinblog.net

Wednesday, July 26, 2017

ভাবনা নিবাস

Image result for গাঙচিল ও ঝাউবন
বুনো ঝাউশাখায় বাতাস খেলা করে
খেলা করে ভ্রমরকূলেরা প্রতিদিন
প্রতিদিন দক্ষিণ থেকে উত্তরে ঘুরে
ঘুরেফিরে গাঙচিল উড়ে যায় দূরে
দূরে কোথাও নীড়ের সন্ধানে স্বপ্নীল
স্বপ্নীল পাখায় লেগে থাকে নানা রং
রংধনু সাত রঙ হেসে ওঠে মেঘে
মেঘ মেঘে যায় বেলা দুচোখ অধীর
অধীর আগ্রহ তার খোঁজে সেই দৃষ্টি
দৃষ্টি সে তো দৃষ্টি নয় অসীম আকাশ
আকাশ সুনীলে যার ভাবনা নিবাস
নিবাস ভেঙেছে ঢেউ সমুদ্র উথাল
উথাল পাথাল যেন হৃদয় উঠান
উঠান জুড়িয়া ছিলো সোনাঝরা সুখ
সুখ তার ভেসে যায় কাঁদে শুধু বুক
বুক সে তো বুক নয় শূন্য পত্রপুট!

শেখ জলিল ২৫.০৭.২০১৭

Image Credit: somewhereinblog.net


Monday, July 17, 2017

মনোসামাজিক বয়ঃবৃদ্ধি ও মূল্যবোধ

Image result for erikson's core struggles
মনোসামাজিক বয়ঃবৃদ্ধি ও মূল্যবোধ
- ডা. শেখ জলিল

সৃষ্টি সেরা জীব মানুষঅথচ অন্যান্য প্রাণীর চেয়ে জন্মের পর মানুষই বেশি অসহায়একটি গাভীর বাচ্চা জন্মের পরপরই উঠে দাঁড়াতে সক্ষমএ ক্ষেত্রে মানব শিশু অক্ষমজন্ম থেকে মৃত্যু অবধি মানুষকে কঠিন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়এরকম কিছু বেড়ে ওঠার সংগ্রাম ও জীবনের প্রতিটি স্তর থেকে মূল্যবোধ গড়ে ওঠার গল্প আমার আজকে আলোচনার বিষয়

সদ্য জন্মগ্রহনকারী একটি শিশুর না থাকে কোনো জাত, কোনো ধর্ম, কোনো ভাষা বা কোনো মূল্যবোধ নির্দিষ্ট করেধীরে ধীরে জীবনের স্তরে স্তরে গঠিত হয় তার ভাষা, সংস্কৃতি, ধর্ম ও মূল্যবোধজীবনের স্তরে স্তরে মানুষ যে মূল্যবোধে তার জীবনযাত্রা বেছে নেয় ও জীবনচর্চার সিদ্ধান্ত নেয় সব আসে তার অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক সামাজিক প্রভাব থেকেপ্রখ্যাত মনোবিজ্ঞানী ফ্রয়েড এই স্তরের উত্তরণকে দেখিয়েছেন মনোজৈবিক আঙ্গিকেকিন্তু আরেক মনোবিজ্ঞানী এরিকসন এটাকে দেখিয়েছেন মনোসামাজিক আঙ্গিকে আমার আজকের আলোচনা এরিকসনের জীবনের নয় স্তরে আট সংগ্রামকে কেন্দ্র করেই

১. নবজাত শিশু (জন্ম- বছর)- একটি শিশু জন্ম নিয়ে প্রথম দেখে তার পারিপার্শ্বিক বিশ্বদেখে মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনযদি মা-বাবা কাছে না থাকে সে অবলোকন করে তার পরিচর্চাকারীদেরএ সময় যদি তার মধ্যে পারিপার্শ্বিকতার প্রতি আস্থা জন্মে সে পৃথিবীকে তার উপযুক্ত স্থান বিবেচনা করেআর যদি মা-বা কিংবা পরিচর্চাকারীদের উপর আস্থা না জন্মে সে পৃথিবীকে মনে করতে পারে তার অনাকাঙ্ক্ষিত স্থান।  এ জন্য শিশুর মৌলিক চাহিদা ও নিরাপদ আশ্রয়ের বিষয়টি খেয়াল রাখতে হয় মা-বাবাকেকাঁদলে কাছে ছুটে যাওয়া, খাবার দেয়া কিংবা বুকে তুলে নেওয়া এর মধ্যে প্রধানতম কাজআর ঠিক সময়মতো শিশু সেটা না পেলে তার মধ্যে অনাস্থা জন্ম নেয়।  মনোবিজ্ঞানী এরিকসন এটাকে নাম দিয়েছেন 'আস্থা বনাম অনাস্থা'

২. প্রাগশৈশব (১-৩ বছর)-  এ সময় শিশুর প্রথম আগ্রহ সৃষ্টি হয় খাবারের প্রতিকারণ এটা মানুষের মৌলিক চাহিদাএরপর তার আগ্রহ জন্মে নিজের কাপড় ও খেলনার প্রতিযদিও অনেক সময় বেমানান লাগে ২ বছর বয়সী একজন শিশু সে নিজের কাপড় পরে দেখাতে চায়- আমি এটা করেছিএ সময় মা-বাবা যদি সেটাকে উৎসাহ না দেয় বা অনুমোদন না করে সেই শিশুটির স্বতন্ত্রভাবে কাজ করার আগ্রহ নষ্ট হয়ে যায়সে পরবর্তী জীবনে ভুগতে পারে লজ্জা ও সন্দেহপ্রবণতায়শিশুর জীবনের এই সংগ্রামকে এরিকসন 'স্বতন্ত্রতা বনাম লজ্জা ও সন্দেহ' নাম দিয়েছেন

৩. স্কুলপূর্ব বয়স (৩- ৬ বছর)- স্কুলে যাবার আগের বয়সের বাচ্চারা তাদের নিজেদের কাজকর্মে উদ্যোগী হয়অন্যান্য বাচ্চাদের সাথে  মেলামেশা ও খেলায় উদ্বুদ্ধ হয়এজন্য তাদের পছন্দকে গুরুত্ব দিতে হয়যদি মা-বাবা ও গার্ডিয়ানরা তাদের এসব কাজকর্মে উৎসাহিত করে তবে তারা পরবর্তী জীবনে কর্মোদ্যোগী হয় ও নিজে নিজে কাজ করে সফলকাম হতে পারেআর এ বয়সে যদি প্রচুর বাধা-বিপত্তি ও বিধি-নিষেধের আওতায় থাকে তবে তারা নিজে উদ্যোগী হয়ে কোনো কাজ করতে শেখে না ও বিফলকাম হয়ে নিজেকে খুব দোষী মনে করেএরিকসন এটাকে নাম দিয়েছেন ' উদ্যোগী বনাম দোষী'

৪. মধ্যশৈশব (৬- ১২ বছর)- এ বয়সে এসে বাচ্চারা নিজেরা কী কী কাজ ভালো করতে পারে সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করেমোদ্দা কথা এই বয়সটাই হলো আবিষ্কার ও পরীক্ষা-নিরীক্ষারসমবয়সী বন্ধুদের সাথে একটা প্রতিযোগিতামূলক ভাব থাকে তাদের মনেস্কুলের পড়া, হোমওয়ার্ক, খেলাধুলা ও সামাজিক কাজের মাধ্যমে তাদের মূল্যায়ণ করে ও গর্ব অনুভব করেএ সময় বাড়ি থেকে যদি সঠিক মূল্যায়ণ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা লাভ করে ও সমবয়সীদের কাছ থেকে খারাপ আচরণ পায় তবে তারা খুব হীনমন্যতায় ভোগেএরিকসন এই জীবন সংগ্রামকে বলেছেন 'কর্মোদ্যোগ বনাম হীনমন্যতা'

৫. কৈশোর (১২- ২০ বছর)- ছেলেমেয়েরা এই সময় নিজেকে সন্ধান করে; আমি কে? আমি আমার জীবনে কী করতে চাই? ইত্যাদি বিষয় নিয়েতারা তাদের ভবিষ্যত কর্মজীবন খোঁজে  কিংবা কাউকে রোল মডেল করে জীবনযাপন করেযদি মা-বাবার প্রতি তাদের আস্থা জন্মে তবে তারা মা-বাবার আদলে নিজেকে পরিচিত করতে চায়আর যদি সেটা না হয় অন্য কাউকে তাদের জীবনের রোল মডেল করে নেয়এই সময়ে মা-বাবা যদি খুব চাপ দেয়- তোমাকে সমাজে ডাক্তার হিসেবে পরিচিত হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমার পরিচয় হবে শিক্ষক, তোমাকে গায়ক হতে হবে তখন তার মনে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারেমা-বাবার ইচ্ছা তার নিজের পরিচিত হবার ইচ্ছা নাও হতে পারেআর হতে গেলেও সেখানে বিফলকাম হবার সম্ভাবনা থাকেনিজ দেশ ছেড়ে প্রবাসী কিংবা অভিবাসীদের ছেলেমেয়েরা তাদের পরিচয়দ্বিধায় ভোগে বেশিকারণ ভিন্ন দেশে এসে তাদের পারিপার্শ্বিক ধর্ম, সংস্কৃতি ও আচারের ব্যাপক ফারাক দেখতে পায়মনোবিজ্ঞানী এরিকসন এটাকে বলেছেন 'আত্মপরিচয় বনাম পরিচয় দ্বিধা'

৬. প্রাগপূর্ণবয়স (২০-৩৫ বছর)- এই সময়ে ছেলেমেয়েরা কৈশোর ছেড়ে যৌবনে পদার্পণ করেতাদের মন থাকে সঙ্গী খোঁজায় ব্যস্তসামাজিক মেলামেশাকারও অন্তরঙ্গ সান্নিধ্য জীবনে প্রয়োজনীয় হয়ে ওঠে তখন।  তারা তাদের জীবনের খুঁটিনাটি অন্যের সাথে শেয়ার করতে চায় যদি সম্পর্ক স্থাপনে তারা বাধাগ্রস্ত হয় কিংবা কোনো কারণে এই পথ যদি বন্ধ হয়ে যায় তখন তারা হয়ে যায় নিঃসঙ্গপরবর্তী জীবনে বিচ্ছিন্নতা বা নিঃসঙ্গতাই হয় তাদের নিত্য দিনের সঙ্গীএরিকসন এটাকে নাম দিয়েছেন 'অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা'

৭. প্রৌঢ় (৩৫- ৫৫ বছর)-  এই বয়সে এসে মানুষ ছেলেমেয়ে, পরিবার ও সমাজ নিয়ে উৎপাদনশীল ও অংশগ্রহণমূলক জীবন যাপন করেছেলেমেয়েকে বড় করা, মানুষ করা কিংবা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করাই হয়ে ওঠে নিত্যদিনের  কাজবৈষয়িক উন্নতির সাথে সাথে এই সময়ে তারা জীবনের একটা অর্থপূর্ণ দিক খুঁজে পায়যদি এর  ‌ব্যাতিক্রম  ঘটে তবে তারা স্থবির হয়ে যায় জীবনেসঠিক পথ না পেয়ে নিজেকে কোনো সৃষ্টিশীল কাজেও নিবিষ্ট করতে পারে নাপ্রবাসী কিংবা অভিবাসীরা এই সমযে সম্মানজনক কোনো পেশা না পেয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করেএরিকসন এই জীবনসংগ্রামকে বলেছেন 'সফলতা বনাম স্থবিরতা'

৮. মধ্যপূর্ণবয়স (৫৫-৭০ বছর)- মনোবিজ্ঞানী এরিকসন বয়সের এই স্তরকে প্রৌঢ় থেকে আলাদা করেন নিপ্রৌঢ় কিংবা মধ্যপূর্ণবয়সের সংগ্রাম মোটামুটি একই রকম

৯. শেষ বয়স (৭০- উর্ধ)- এই সময় মানুষ তার পূর্ণ জীবনের সফলতা ও বিফলতা নিয়ে ভাবতে থাকেভাবে সে কতোটুকু সফল কিংবা বিফল জগৎসংসারেকতোটুকু দিয়েছে পরিবার, সমাজ কিংবা দেশকেযদি ভালো কিছু করে থাকে তার জন্য তারা আত্মতৃপ্তিতে ভোগেআর যদি কোনো অসম্পূর্ণতা থাকে তবে তারা হতাশায় ভোগেকথনও ভাবে- আহা! আমি যদি এটা করতে পারতাম, ওটা করতে পারতাম ইত্যাদিমনোবিজ্ঞানী এরিকসন এটাকে নাম দিয়েছেন 'সম্পূর্ণতা বনাম হতাশা'

এভাবে জীবনের নয় স্তরে আট সংগ্রাম করে বেঁচে থাকে মানুষজন্ম থেকে মৃত্যু অবধি চলে তার মূল্যবোধ অন্বেষণশেষ বয়সে কেউ বা পরিতৃপ্তি কেউ বা হাতাশা নিয়ে চলে যায় পরপারে।  এই তো জীবন যার কিছুটা গড়ে মানুষ, কিছুটা পূর্ব নির্ধারিত- সবই স্রষ্টার খেলা!


শেখ জলিল ১৩.০৭.২০১৭

Saturday, June 24, 2017

মনে লয় ও তোর হাতে এ হাত ধরি

Image result for romantic couple
মনে লয় ও তোর হাতে এ হাত ধরি
মনে লয় ও তোর চোখের ভাষা পড়ি
ও রূপসী তোরে লইয়া প্রেমের বসত গড়ি।
মনে লয় ও তোর হাতের লাটাই ধরি
মনে লয় ও তোর স্বপ্ন মিলন করি
ও দরদী তোরে লইয়া সুখের সংসার গড়ি।।

দেখেছিলাম তোরে যেদিন
প্রথম চোখে চেয়ে
গড়েছিলাম স্বপ্নপুরী
কল্পসিঁড়ি বেয়ে
ভেবেছিলাম বাসবো ভালো
এই প্রাণটা উজাড় করি।।

এসেছিলাম কাছে যেদিন
অনেকটা পথ বেয়ে
ভালোবেসে জীবন চলা
দিলে যে বদলিয়ে
রেখো তবু তোমার পাশেই
যদি বা ভুল করি।।

শেখ জলিল ২৪.০৬.২০১৭

PC: Google Image

Saturday, June 3, 2017

হাওয়ার গাড়ি চলছে ছুটে

Image result for car sketch
হাওয়ার গাড়ি চলছে ছুটে
দূরের ইস্টিশনে
গন্তব্য শেষ কোথায় যে তার
চালক কোন্ সে জনে
সেই ভাবনায় কাঁদছে এ মন
দুলছে ক্ষণে ক্ষণে।।

ভোরবেলাতে যাত্রা শুরু
দ্বিপ্রহরে পাহাড়-মরু
শেষ বিকেলে বুকটা দুরু
ঘামছে চলার রণে।।

ডাকছে দূরে সুবর্ণগ্রাম
শান্তিছায়ার সুখেরই ধাম
পাখপাখালি জপছে সে নাম
গহিন বনের কোণে।।

শেখ জলিলের বাজছে বারো
বলছে শুধুই ধৈর্য ধরো
আসছে যে দিন কঠিন আরও
ঝঞ্ঝা-হাওয়ার সনে।।

শেখ জলিল ২৭.০৫.২০১৭








Tuesday, May 16, 2017

আমার মন ছুটে যায় নদীর বাঁকে

আমার মন ছুটে যায় নদীর বাঁকে
চোখের পাতায় ছবি আঁকে
হৃদয় মাঝে স্বপ্ন মাখে
কোন্ সবুজের দেশ?
সকল দেশের সেরা সে যে
রূপের বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ।।

শৈশবেতে স্বপ্ন ঘুড়ি
কৈশোরেতে করলো চুরি
যৌবনেতে হৃদয়পুরী
ভরলো সে কোন্ দেশ?
সকল দেশের সেরা সে যে
রূপের বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ।।

রাখাল বাঁশি বধূর হাসি
বাউল সুরে মন উদাসী
সারি গানে নৌকা ভাসি
করলো সে কোন্ দেশ?
সকল দেশের সেরা সে যে
রূপের বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ।।

শেখ জলিল   ০১.০৫.২০১৩

Painting's copy right: Salma Jahan

Wednesday, May 10, 2017

তোর নেশা নেশা চোখে

Image result for love eye
তোর নেশা নেশা চোখে
জাগে আশা স্বপ্নলোকে
খুঁজে বেড়াই মনমানসী
হৃদপটে প্রেম আলোকে
তুই যে শুধুই ভালোবাসা
জানে অন্তর্লোকে।।

আসে যায় দিনরাতি
বছরে বছরে
ভুলতে কি আর পারি তোকে
একটু অবসরে
তুই যে আমার সুখের ছায়া
দুঃখ-কষ্ট-শোকে।।

ভরে যায় মনবনে
ফুলেতে ফুলেতে
ছিঁড়তে কি আর পারি মালা
মান করা ভুলেতে
তুই যে আমার প্রাণের ছবি
বান্ধা ভিতরলোকে।।

শেখ জলিল ১০.০৫.২০১৭

Photo Credit: Google Image

Friday, April 28, 2017

গোস্যা তোমার কীসে বলো

গোস্যা তোমার কীসে বলো
কোথায় রাগের বাড়ি
এক পলক না দেখলে তোমায়
থাকতে কি আর পারি
মিছেমিছি নিচ্ছো কেন
আমার সাথে আড়ি।।

শুক্র গেলো শনি গেলো
আসলো ফিরে রবি
হৃদয়পটে ভাসছে শুধু
তোমার মুখচ্ছবি
কোরো না আর তালবাহানা
কথার বাড়াবাড়ি।।

সত্য ভাবো মিথ্যে ভাবো
তোমায় ভালোবাসি
একটুখানি দেখার তরে
কাছে ছুটে আসি
মিলবে দেখা আবার জানি
খুবই তাড়াতাড়ি।।

শেখ জলিল ২৭.০৪.২০১৭

Photo Credit: Google Image

Wednesday, April 12, 2017

এলো রে বৈশাখ এলো রে আবার

১.
এলো রে বৈশাখ
এলো রে আবার
খুশিতে হৃদয় মন
ভরছে সবার
দেখো সুখের নতুন রঙ
করছে খেলা
বটতলা রমনায়
বসেছে মেলা।।

ললনার হাতে চুড়ি
খোঁপা জুড়ে ফুল
নেচে চলে কিশোরীরা
কানে রূপা দুল
দেখো ঝিলের জলে ভাসে
প্রেমতরী ভেলা
ঘুরেফিরে ছেলেমেয়ে
কাটাবে বেলা।।

মঙ্গল শোভা যাত্র্রা
জারি সারি গান
ঢোলকের তালে তালে
নেচে ওঠে প্রাণ
দেখো রঙের ছবি হাতে
কত কাফেলা
মিছিলে শ্লোগানে সুরে
জমেছে খেলা।।

শেখ জলিল ১১.০৪.২০১৭


২.
রমনাতে চল্ সখি
বৈশাখী মেলাতে
ঘুরেফিরে মিশে যাই
রঙেভরা খেলাতে
হাসিখুশি পরিবেশ
আনন্দে নেই শেষ
ফিরে যাই দুজনায়
কৈশোর বেলাতে।।

হাতে চুড়ি কংকন
কপোলেতে অংকন
খোঁপা জুড়ে বেলী ফুল
প্রিয় ভোরবেলাতে
পথ চেয়ে সারাক্ষণ
ছটফট এই মন
দেখা হবে পার্কের
ছায়াঘেরা ঝিলেতে।।

কথা সুরে ভরা প্রাণ
ছায়ানটে বাজে গান
নেচে চলে ছেলেমেয়ে
আল্পনা গালেতে
তুমি আমি চোখে চোখ
প্রেমে ভরা মনলোক
হেঁটে চলা সেই দিন
ঢোলকের তালেতে।।

শেখ জলিল ১২.০৪.২০১৭



Sunday, March 19, 2017

যাইবা যদি রঙের পাখি

যাইবা যদি রঙের পাখি
ছাইড়া নিজের গাঁও
অচিন দেশে বড়ই জ্বালা
বুক বান্ধিয়া যাও।।


অচিন দেশের রূপের কন্যা
দেখবে কত জন
মিলবে না তার আদর সোহাগ
প্রেম অমূল্য ধন
থাকবে না সে বুকের খাঁচায়
যতই কাছে চাও।।

ছাড়লে তোমার কাছের স্বজন
নিজের বাড়ি ঘর
পর হবে না বন্ধু আপন
হৃদয়ে দোসর
বিচ্ছেদ জ্বালায় সারাজীবন
বইবে হুতাশ বাও।।

শেখ জলিল ১৫.০৩.২০১৭

PC: Google Image

Wednesday, March 15, 2017

আমার অন্তরেরই অন্তস্থলে

১.
আমার অন্তরেরই অন্তস্থলে
গড়লো যে জন ডেরা
সারা জীবন খুঁইজা বেড়াই
মন কারিগর কেরা
তারে বাঁধতে নারি নিজেই হারি
সে জন বাঁধনছেঁড়া।।

চক্ষু বুইজা ভাবি তারে
দিবা নিশিময়
অন্তরে অন্দরে জাগে
আরও বিস্ময়
একবার দিব্যচক্ষে দেখলে পরে
বাঁধতাম তারই নেড়া।।

কোন্ জগতে ছিলাম কোথায়
একা নিরাশ্রয়
কোন্ ভবেতে আইলাম শেষে
সবই মায়াময়
সেই মায়ার নেশায় হইলাম আমি
বুদ্ধিনাশা ভেড়া।।

শেখ জলিলে প্রেম বিচ্ছেদে
ঘর বিবাগী হয়
বুকের কষ্ট ফেরি করে
ঘুরে জগৎময়
ও সে বাউলানা প্রেমকাব্য লেখে
ব্যথার হৃদয় চেরা।।

শেখ জলিল ১০.০৩.২০১৭

২.
আমার বুকে তোমায় নিয়ে গল্প আছে
আমার সুখে তোমায় নিয়ে কল্প আছে
বলো নেবে কি এই সুখ
আর রাখবে বুকে বুক।
আমার চোখে তোমায় নিয়ে স্বপ্ন আছে
কল্পলোকে তোমায় নিয়ে লগ্ন আছে
সেই লগ্ন অপরূপ
আমি বাসবো ভালো খুব।।

পথ চলিতে এলাম কাছে
ছিলাম একেলা
দীঘল পথে হাঁটতে হাঁটতে
গেলো যে বেলা
আজ চলার শেষে গলার মালা
পরিয়ে দিলাম চুপ।।

রাইখো তুমি সযতনে
বুকের প্রণয়ে
থাকবো পাশে সারা জীবন
তোমাকে লয়ে
আজ প্রেমের ঝিলে দুজন মিলে
জড়িয়ে দিলাম ডুব।।

শেখ জলিল ১০.০৩.২০১৭

৩.
তুমি আছো সব আছে
তুমি নাই কিছু নাই
পাশে যদি থাকো তুমি
আলোকিত মনভূমি
দুটি চোখে খেলে যায়
প্রেম রোশনাই।।

যতক্ষণ থাকো কাছে
এ বুকেতে প্রাণ বাঁচে
যদি তুমি ভুলে যাও
ভুলি সব কিনারাই
একা পথে যদি হাঁটি
মনে হয় তুমি নাই
তুমি নাই সাথী নাই।।

যতক্ষণ চোখে দেখি
হৃদপটে ছবি আঁকি
যদি তুমি দূরে যাও
ভুলি সব ভাবনাই
তুলি হাতে যদি ধরি
পাশে দেখি তুমি নাই
তুমি নাই ছবি নাই।।

শেখ জলিল ১০.০৩.২০১৭

৪.
যায় কি লেখা সব মনের কথা
হৃদয় গভীরে যত লুকানো ব্যথা
অক্ষরে আসে না সেই কথকতা।।

যায় কি মোছা সব স্মৃতির পাতা
পরানের গহীনে যে পরানগাথা
এলোঝড়ে ভাঙে সেই নীরবতা।।

যায় কি আাঁকা সব প্রেমের ছবি
অন্তরে জ্বলে যে হৃদয় রবি
মনবনে বাড়ে সেই তরুলতা।।

শেখ জলিল ১০.০৩.২০১৭



Saturday, March 4, 2017

পাগল করে ভ্যাঁ ভ্যাঁ

পাগল করে ভ্যাঁ ভ্যাঁ
ছাগল করে ম্যাঁ ম্যাঁ
ইউটিউবে গান শুনে যাই
বাংলা গানের ট্যাঁ ট্যাঁ।।

তাল লয়ে নেই মিউজিক
সুরের প্যালাস্টিক
নয় তো আসল সবই নকল
গান বাজে ঠিক ঠিক
সেতার বাঁশি বাজায় না কেউ
কী বোর্ডে স্বর ঘ্যাঁ ঘ্যাঁ।।

কণ্ঠ সুরের বোলচাল
কথার কী যে হাল
ভিডিওতে নাচন কোদন
শিল্পী সে বিশাল
মিডিয়াতে পেলেই খবর
বলছে সবাই হ্যাঁ হ্যাঁ।।

শেখ জলিল ০৪.০৩.২০১৭

Photo Credit: Google Image

Tuesday, January 17, 2017

চুপচাপ নিশ্চুপ

১.
চুপচাপ নিশ্চুপ
বলো কানে কথা
জানালায় চোখ আছে
বাতাসে বহতা
তুমি আমি বাঁধি চলো
প্রাণে কথকতা।।

হাতখানি রাখো হাতে
ঠোঁটখানি ঠোঁটে
যতক্ষণ ঐ প্রভাতে
সূর্য না ওঠে
তুমি আমি গড়ি চলো
প্রেমে অমরতা।।

ভালোবাসা বেশি দামী
জীবনের চেয়ে
যায় নাকো দিবাযামী
একা তরী বেয়ে
হৃদয়ের মিলনেতে
বাড়ে আকুলতা।।

শেখ জলিল ১৭.০১.২০১৭

২.
প্রিয় কথা, প্রিয় গান
প্রিয় কবিতায়
তোমারই ভাবনা জমা
ডায়েরি-খাতায়
লুকাতে পারি না তারে
কোনো ভণিতায়।।

সব লোকে শুধু বলে
আমি যে পাগল
লিখা কথা রাখে ধরে
বুকেরই আগল
তোামার ঐ আঁকা ছবি
মনেরই পাতায়।।

যতদিন বেঁচে আছি
মাটিতে ধরায়
তোমার ঐ প্রেম যেন
প্রাণেতে জড়ায়
মরে গেলেও ফিরে চাই
একই মমতায়।।

শেখ জলিল ১৭.০১.২০১৭

Photo Credit: Google Image