Tuesday, May 16, 2017

আমার মন ছুটে যায় নদীর বাঁকে

আমার মন ছুটে যায় নদীর বাঁকে
চোখের পাতায় ছবি আঁকে
হৃদয় মাঝে স্বপ্ন মাখে
কোন্ সবুজের দেশ?
সকল দেশের সেরা সে যে
রূপের বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ।।

শৈশবেতে স্বপ্ন ঘুড়ি
কৈশোরেতে করলো চুরি
যৌবনেতে হৃদয়পুরী
ভরলো সে কোন্ দেশ?
সকল দেশের সেরা সে যে
রূপের বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ।।

রাখাল বাঁশি বধূর হাসি
বাউল সুরে মন উদাসী
সারি গানে নৌকা ভাসি
করলো সে কোন্ দেশ?
সকল দেশের সেরা সে যে
রূপের বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ।।

শেখ জলিল   ০১.০৫.২০১৩

Painting's copy right: Salma Jahan

Wednesday, May 10, 2017

তোর নেশা নেশা চোখে

Image result for love eye
তোর নেশা নেশা চোখে
জাগে আশা স্বপ্নলোকে
খুঁজে বেড়াই মনমানসী
হৃদপটে প্রেম আলোকে
তুই যে শুধুই ভালোবাসা
জানে অন্তর্লোকে।।

আসে যায় দিনরাতি
বছরে বছরে
ভুলতে কি আর পারি তোকে
একটু অবসরে
তুই যে আমার সুখের ছায়া
দুঃখ-কষ্ট-শোকে।।

ভরে যায় মনবনে
ফুলেতে ফুলেতে
ছিঁড়তে কি আর পারি মালা
মান করা ভুলেতে
তুই যে আমার প্রাণের ছবি
বান্ধা ভিতরলোকে।।

শেখ জলিল ১০.০৫.২০১৭

Photo Credit: Google Image