Saturday, November 26, 2016

করো যত যত্ন তোমার

করো যত যত্ন তোমার
সোনার শরীরে
ওই দেহ যে পচে যাবে
মাটির গভীরে
থাকবে না শির-মেরুদণ্ড
হাত-পা হবে খণ্ড খণ্ড
একদিন গেলে কবরে।।

সুন্দর মুখের আদলখানা
যতই মাখো মেকাপ নানা
সবই যাবে যে ঝরে
মরলে তোমার দেখবে না মুখ
থমকে যাবে সব প্রিয় সুখ
একদিন রটবে খবরে।।

সাধের প্রাসাদ দালান-কোঠা
ছাড়তে হবে সুখের ভিটা
এক শূন্য প্রহরে
ডাকবে তোমায় আজরাইলে
ভাঙবে তালা বুকের দিলে
একদিন প্রাণের কন্দরে।।

ভাবছে জলিল দাওয়ায় একা
লাগছে যেন সবই ফাঁকা
ধরার বেঘোরে
আসছে কাছে মরণ শমন
করতে হবে হঠাৎ গমন
একদিন অচিন বন্দরে।।

শেখ জলিল ১৪.১১.২০১৬



Wednesday, November 23, 2016

নদী নিজে জানে না সাঁতার

১.
নদী নিজে জানে না সাঁতার
বোঝে না কেউ কী কষ্ট তার
পথে পথে ঘোরে একা
হতে খেয়া পারাপার।।

হয়ে গেছে বেশি দেরী তার
পথচলা জুড়ে অন্ধকার
নিভে গেছে চোখের আলোক
ভাঙ্গা মনে বাজে হাহাকার।।

ভুলে গেছে যত স্মৃতি তার
বুকে জাগে বিরহ পাথার
থেমে গেছে চাঁদের জোয়ার
অশ্রু জলে করে একাকার।।

শেখ জলিল ২২.১১.২০১৬

২.
গোলপাতা গোল নয়
লাগে গণ্ডগোল
বোলতার বোল নয়
জাগে শোরগোল
আজ তুমিহীন এ মনটায়
সবই যে অচল।।

সোনা নেই দহ নেই
সোনাদহ নাম
প্রেমে পোড়া দেহটায়
মাখে বদনাম
আজ তুমিহীন ক্ষণটায়
কষ্ট প্রবল।।

মন নেই পুর নেই
মনপুরা নাম
শূন্য এ বুকটায়
বেদনা মোকাম
আজ তুমিহীন এ ঘরটায়
বিরহ কেবল।।

শেখ জলিল ২১.১১.২০১৬

৩.
সব আলো নিভে যাবে
রাতের পাড়ায়
প্রেমশিখা জ্বলবে সে
চোখের তারায়
(জানি) ফিরে তুমি আসবে শেষে
আমাকেই ভালোবেসে।।

সব ঝড় থেমে যাবে
হৃদয় ঢেউয়ে
অনুযোগ অভিমান
দূরে ভাসিয়ে
(জানি) হাত দুটো রাখবে হাতে
রাঙানো নতুন প্রাতে।।

সব ব্যথা মুছে যাবে
বাঁধন গড়ে
অনুভব টোকা দেবে
মনেরই দোরে
(জানি) চোখ দুটো রাখবে চোখে
অজানা হাজার সুখে।।

শেখ জলিল ১৮.১১.২০১৬

Sunday, November 6, 2016

যে আশা মনে মনে


১.
যে আশা মনে মনে মনে মনে মনে মনে
বেঁধেছে বুকের মাঝে ঘর
সে আশা ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে
জাগে যে অন্তরের ভিতর
ও সাথী বাঁধবো আমি তোমায় নিয়ে বাসর ঘর
দুজনে দেবোই পাড়ি ভালোবাসার সকল ঝড়
সে আশা ক্ষণে ক্ষণে...............................।।

যে কথা গানে গানে গানে গানে গানে গানে
গেয়েছি সারাটি বছর
সে কথা প্রাণে প্রাণে প্রাণে প্রাণে প্রাণে প্রাণে
গড়েছে সুখেরই প্রহর
ও সাথী থাকবো আমি তোমায় নিয়ে জীবনভর
সুরেরই ঝর্ণাধারায় যাবেই বেজে সপ্তস্বর
সে কথা প্রাণে প্রাণে...................................।।

যে আলো চোখে চোখে চোখে চোখে চোখে চোখে
দেখেছি তোমারই ছায়ায়
সে আলো যুগে যুগে যুগে যুগে যুগে যুগে
রবে যে প্রেমেরই মায়ায়
ও সাথী থাকবো আমি তোমার হয়ে এই ধরায়
যতোদিন বেঁচে আছি জগৎ জুড়ে শ্যামল ছায়
সে আলো যুগে যুগে....................................।।

কথা: শেখ জলিল                      ০৩.১১.২০১৬
(অহমিয়া গান বাবু কুমদ বড়ুয়ার ''ও পেডেল মারি মারি'' গানের সুর অবলম্বনে)



এই পাগল পাগল মন
কেন সারাক্ষণ
তোমার কথা ভেবে ভেবে
হয় যে দিশেহারা
এই উদাস উদাস ক্ষণ
শুধু অকারণ
ঝড়ের মতো ছুটে ছুটে
হয় যে ছন্নছাড়া
সে যে তোমারই কারণ
যাকে দিয়েছি এ মন।।

এই ঢুলু ঢুলু চোখ
তবু  চেয়ে অপলক
তোমার ছবি দেখে দেখে
গড়ে স্বপ্নলোক
একদিন হবে যে মিলন
যাকে দিয়েছি এ মন।।

এই কষ্ট কষ্ট সুখ
চেপে রাখে সারা বুক
তোমায় পেলে সেরে যাবে
মনেরই অসুখ
একদিন পাবো যে দর্শন
যাকে দিয়েছি এ মন।।

শেখ জলিল ৩১.১০.২০১৬