Wednesday, October 7, 2015

আমি কী কহিতে কী কহিলাম

আমি কী কহিতে কী কহিলাম
সবই কওয়ার ভুল
বন্ধুর প্রেমে দাগা দিলো
ভুল কথার মাশুল
আমি কী চাহিতে কী চাহিলাম
সবই চাওয়ার ভুল
বন্ধুর প্রেমে ভাইসা গেলো
দুই চোখেরই কূল।।

সে যে ভাবের কানা ভাব বোঝে না
পীরিত কারে কয়
মনের কথা যায় কি বলা
মুখে সব সময়
ও হায় চোখ মেলিয়া দেখলো না সে
প্রেমের ফোটা ফুল।।

সে যে নিঠুর পাষাণ হৃদয়ে শান
ধারাল ছুরির মতো
প্রেম করিয়া তাহার সনে
বাড়লো বুকে ক্ষত
এখন কেন্দে কি তার দেখা পাবো
ছিঁড়ে মাথার চুল।।

শেখ জলিল ০৫.১০.২০১৫

No comments:

Post a Comment