Thursday, May 28, 2015

যতোই বন্ধু বলো স্বজন বলো

যতোই বন্ধু বলো স্বজন বলো
মানুষ ধরায় একা
অভাব যখন কড়া নাড়ে
হয় না কারুর দেখা
তোমার সকল বন্ধ কপাল মন্দ
যায় না ভাগ্য লেখা।।

ধনেমানে ধনী তুমি
ভরে যাবে স্বপ্নভূমি
দূরের বন্ধু কাছের হবে
পেরিয়ে বিষুব রেখা।।

বুকপকেটে ফাঁকা তুমি
প্রিয় জুলি ছাড়বে রুমি
ঘোর বরষায় হঠাৎথামবে
সুরের কুহু-কেকা।।

শেখ জলিল ২৭.০৫.২০১৫




Wednesday, May 20, 2015

নীলিমার সব নীল দিয়ে

নীলিমার সব নীল দিয়ে
ভরিয়ে দিলাম দিগন্ত
ফাগুনের সব রং নিয়ে
ছড়িয়ে দিলাম বসন্ত
তুমি খুলবে কখন বলো চোখের পাতা
লজ্জার হবে শেষ অন্ত।।

ফুটবে যখন গোলাপ কলি
হৃদয়ে ছড়াবে ঘ্রাণ
গাইবে সুরে বনের কোকিল
বাজিয়ে বসন্ত তান
তুমি হৃদয় আসন রেখো পেতে
জীবন সাথী অনন্ত।।

বইবে যখন দখিন হাওয়া
আকাশে ভাসবে মেঘ
উঠবে ভরে গানেরই খাতা
কবিতার সব ভাবাবেগ
আমি আঁকবো তোমার রূপের কায়া
হাজার ছবি প্রাণবন্ত।।

শেখ জলিল    ১৮.০৫.২০১৫

Saturday, May 16, 2015

আমি আর আসবো না ফিরে

আমি আর আসবো না ফিরে
কাশফুল ঝাউবন ঘেরা নদী তীরে-
তাকাবো না ঐ চোখে ভুল করে
ধুলোমাটি পথে শুধু ঘুরেফিরে।।

লৌহজঙ্গ নদীও ঠিক তেমনি রবে
রাখবে না মনে কেউ ছিলাম কবে
আমিও বেসেছি ভালো হৃদয় দিয়ে
ডাগর নয়ন শ্যামা মেয়েটিরে।।

সন্ধ্যা ঘনিয়ে এলে সুনীল ছায়ে
ছুটবে ভরা তরী পাল উড়ায়ে
মিটিয়ে সকল দেনা হঠাৎ করে
ফিরবো তখন আমি অচিন নীড়ে।।

শেখ জলিল        ১৩.০৫.২০১৫

Tuesday, May 12, 2015

আমায় ডাকবে না কেউ

আমায় ডাকবে না কেউ আদর করে
খোকন সোনা বলে
আসবে না কেউ মান ভাঙাতে
মিষ্টি কথা বলে
মা যে আমার চলে গেছেন
তারার দেশের কোলে
পাই না খুঁজে কোথাও তারে
খুঁজি পলে পলে!
মাগো মা ওগো মা-
তোমার মতোন নেই যে কোথাও
নেই কো তুলনা।।

বলবে না কেউ খাবার খেতে
যখন বেলা হয়
ভাববে না কেউ- যাস নে দূরে
আমার লাগে ভয়
খুঁজবে না কেউ সন্ধ্যা হলে
বাড়িয়ে পথে পা।।

ধরবে না কেউ জড়িয়ে বুকে
হঠাৎ কাছে পেলে
জাগবে না কেউ পাশে বসে
রোগের কষ্ট হলে
বলবে না কেউ পরীর গল্প
ছড়িয়ে উপমা।

শেখ জলিল ১০.০৫.২০১৫

Tuesday, May 5, 2015

তোমার হৃদয় স্পর্শ করে আজ

তোমার হৃদয় স্পর্শ করে আজ
পরিয়ে দিলাম মনের মুকুট তাজ
বলো মেয়ে আসবে আমার ঘরে
প্রেমের উঠোন ভাবের গহিন
বুকেরই কন্দরে।।

গ্রীষ্ম খরা মিষ্ট ফলে
এসো বর্ষা নদীর জলে
এসো শরৎ কাশের ফুলে
রূপেরই বন্দরে।।

হেম-হেমন্তে ফসল কাটায়
এসো শীতের ভাঁপা-পিঠায়
এসো ফাগুন রঙের মেলায়
উৎসবে আদরে।।

শেখ জলিল ০৫.০৫.২০১৫

Friday, May 1, 2015

সেই এক মন্থর বিকেলে

সেই এক মন্থর বিকেলে-
সূর্যটা গিয়েছিলো পশ্চিমে হেলে
দুজনে ছিলাম বসে বটেরই ছায়ায়
কী জানি কী এক ধ্যানে নিবিড় মায়ায়
হয়নি তবুও কথা হৃদয় মেলে।।

বিকেলের সোনারোদ হয়ে গেলে ম্লান
জেগেছে প্রাণেতে সুর প্রেম জয়গান
ফিরেছি যে যার পথে সব অবহেলে।।

এখনো বিকেল হলে করে পাখি গান
বাড়িয়ে বুকের মাঝে স্মৃতি কলতান
আসবে না ফিরে আর এসেছি যা ফেলে।।

শেখ জলিল    ০১.০৫.২০১৫