Tuesday, July 15, 2014

আইলো দারুণ বর্ষাকাল

আইলো দারুণ বর্ষাকাল
হরিণ চাটে বাঘের গাল
নাইয়ের কুকুর কাঁধে চড়ে
মারে লম্বা ফাল।।

রইলে হাতি কাদায় পড়ে
চামচিকাটাও লাত্থি মারে
উড়োন চিলে বসলে বিলে
মীন যে বেসামাল।।

আমড়া গাছে ল্যাংড়া আম
ভূতের মুখে শিবের নাম
লংকাকাণ্ড হুলুস্থুলে
শঠের জোড়কপাল।।

গুড়ের গন্ধে পিঁপড়ে আসে
অগুণে গুণ ভালোবাসে
জলিল বলে খলের পিরীত
জগৎ টালমাতাল।।

শেখ জলিল ২৮.০৫.২০১৪

Friday, July 4, 2014

আমি ময়না টিয়ে তাড়িয়ে দিয়ে

আমি ময়না টিয়ে তাড়িয়ে দিয়ে
খাঁচায় পুষি কাক
এক দুর্জনেরে ভালোবেসে
জীবনটা বরবাদ।।

আমার গলায় বেঁধা মাছের কাঁটা
ধরি বিড়ালেরই পায়
মাথায় করে এনে সে যে
দুপায়ে মাড়ায়
তাহার মরা গাঙে কুমির ভরা
প্রেমের মৃত্যুফাঁদ।।

আমার মঙ্গলচণ্ডী পায়না পূজা
সুবচনী হাত বাড়ায়
নাক কাটাবার গোঁসাই সে যে
নাইকো পেট পূজায়
আমার কাঁথাও ভেজে কম্বল ভেজে
ভাঙা ঘরের ছাদ ।।

ও হায় উল্টো চোরা মশানে গায়
উৎপাত ধন চিৎপাতে যায়
জলিল বলে উঁচু হলে
ভাঙ্গে বৈশাখী বায়
তাহার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
দুঃখ-অবসাদ।।

শেখ জলিল        ২৭.০৫.২০১৪