Tuesday, May 12, 2015

আমায় ডাকবে না কেউ

আমায় ডাকবে না কেউ আদর করে
খোকন সোনা বলে
আসবে না কেউ মান ভাঙাতে
মিষ্টি কথা বলে
মা যে আমার চলে গেছেন
তারার দেশের কোলে
পাই না খুঁজে কোথাও তারে
খুঁজি পলে পলে!
মাগো মা ওগো মা-
তোমার মতোন নেই যে কোথাও
নেই কো তুলনা।।

বলবে না কেউ খাবার খেতে
যখন বেলা হয়
ভাববে না কেউ- যাস নে দূরে
আমার লাগে ভয়
খুঁজবে না কেউ সন্ধ্যা হলে
বাড়িয়ে পথে পা।।

ধরবে না কেউ জড়িয়ে বুকে
হঠাৎ কাছে পেলে
জাগবে না কেউ পাশে বসে
রোগের কষ্ট হলে
বলবে না কেউ পরীর গল্প
ছড়িয়ে উপমা।

শেখ জলিল ১০.০৫.২০১৫

No comments:

Post a Comment