Tuesday, July 23, 2013

আমি এই শহরের সব ঘরে ঘরে

আমি এই শহরের সব ঘরে ঘরে
আগুন জ্বালিয়ে দেবো
আমার প্রেমের অপমানের
প্রতিশোধ নেবোই নেবো
আমি মানবো না পরাজয়
মনে জ্বলছে বরাভয়।।

ভেবো না তুমি হবো দেবদাস
নিজেকে করবো ধ্বংস
তোমার প্রেমিক সন্ধানীদের
করে দেবো নির্বংশ
আমায় হারানো সহজ নয়
জানি আমারই হবে জয়।।

ভেবো না তুমি বিরহে তোমার
বুকে পাথর চেপে রাখবো
তোমার পাপের শেষ না দেখে
আঁধারে দু’চোখ ঢাকবো
সেদিন আসবে যে নিশ্চয়
যেদিন প্রেমেরই হবে জয়।।

শেখ জলিল  সেপ্টেম্বর, ২০০৫

Wednesday, July 10, 2013

কতোটুকু পায় মানুষ

কতোটুকু পায় মানুষ
দুহাতে উড়ায়ে ফানুস-
যাপিত জীবন শেষে মৃত্যু-বেদনা ছাড়া
আরও বেশি, বেশি কিছু আছে কি?।

যতোটুকু প্রাপ্তি তার শৈশব-কৈশোরে
তারও বেশি সে হারায় বৃদ্ধে ও প্রৌঢ়ে
হারানোর ব্যথা ছাড়া সুখেরই পরশে
বুকের পাঁজরে প্রাণ বাঁচে কি?।

যতোটুকু সন্ধি তার যৌবনে বন্ধনে
তারও বেশি আলোড়ন বিরহ ক্রন্দনে
মিলনের জ্বালা ছাড়া রাতেরই প্রহরে
অযাচিত সুখ কেউ যাচে কি?।

শেখ জলিল        ০৯.০৭.২০১৩