Monday, November 19, 2012

হায় রে সোনার দেশ

আমার মায়ের আদর ছাইড়া আইলাম
হায় রে সোনার দেশ
বাঁচার তরে খুঁইজা পাইলাম
এই প্রবাসী বেশ-
আমার যায় না কষ্ট জীবন নষ্ট
দুঃখের নাই রে শেষ।।

হাতের কাছে ছিলো স্বজন
চিন্তা ছিলো না
এই প্রবাসে যন্ত্র-জীবন
সময় দিলো না
কেমনে দেখি মায়েরই মুখ
হাজার সোহাগ শান্তিরই বুক
স্বপ্ন-সুখ-আবেশ।।

বুকের মাঝে ছিলো আশা
গল্প সূচনা
ভালোবাসার মায়ায় ঘেরা
কল্প রচনা
কেমনে পাবো নীড়ছোঁয়া প্রেম
অমূল্য সেই সুখ চারু হেম
মগ্ন-সুর-অশেষ।।

শেখ জলিল   ১৯.১১.২০১২

Wednesday, November 7, 2012

তুমি আইসো বন্ধু

তুমি আইসো বন্ধু খাইও মুখে
বাটাভরা পান
তোমার তরে হৃদয় উদাস
আকুলও পরান
তুমি আইসো সোনার চান
খাইও বাটাভরা পান।।

এই মাটির গাছে লাউ ধইরাছে
বড়োই সোহাগিনী
লাউয়ের পিছে ঘুরছে সবাই
ভাবছে কলংকিনী
তুমি লাউয়ের হইও মান
গাইও ডুগডুগিতে গান।।

ঐ মাঠের ধারে বংশী বাজায়
শ্যামনগরের কালা
বুকের মাঝে ছটফটানি
ভাঙ্গে মনের তালা
তুমি রাধার হইও প্রাণ
যাইও বৃন্দাবনের ধাম।।

শেখ জলিল    ০৪.১১.২০১২

Saturday, November 3, 2012

জোস্না জোয়ারে ভাসা নদীর তীরে

জোস্না জোয়ারে ভাসা নদীর তীরে
ঘাসফুল ভিজে যায় শিশিরে
তুমি আসো বারবার শুধুই ফিরে
পুরনো স্মৃতির সেই আঙিনা ঘিরে।।

খেয়াঘাট বটতলা তেমনি আছে
সেই তুমি নেই শুধু আমার পাশে
হাতে হাত ধরে চলা  চুপকথা চুপ
থেমে গেছে গানে সুর জীবনের রূপ
পাবো কি পাবো সেই হাসি মুখ ফিরে
হারিয়েছি যাকে শত হেলার ভিড়ে।।

বন্ধুর সাথে আড়ি প্রেম কাতরে
সেই তুমি গেলে তবু অচেনা করে
কেটে গেছে কতো দিন ঘাটের খেয়ায়
একবার দেখতে যে শুধুই তোমায়
পাবো কি পাবো সেই দিনগুলো ফিরে
হারিয়েছি যাকে চেনা সুখের নীড়ে।।

শেখ জলিল       ৩০.১০.২০১২