Wednesday, December 23, 2015

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল
পাড়ার লোকে দেয় যে নজর
কদম চক্ষুশুল
আমি আউলা বেশে পাগলিনী
হয় কাজে-কর্মেতে ভুল।।

বৃষ্টি যখন টিনের চালে
পড়ে টাপুর টুপুর
চিকনকালা বাজায় বাঁশি
দোলে পায়ের নূপুর
আমি কেমন করে ঘর ছাড়িবো
রাইখা সোনার কানের দুল।।

ঘরে আমার শ্বশুড়-ননদ
উঠান জুড়ে বেড়া
ভাঙা চালে বৃষ্টি ঝরে
ছোট্ট একটা ডেরা
আমার সব ভিজে যায় এই বরষায়
সারা অঙ্গ মাথার চুল।।

শেখ জলিল ১০.১২.২০১৫


PC: Google Image

No comments:

Post a Comment