Saturday, June 15, 2013

বন্ধু তোদের

বন্ধু তোদের পাকা ঘরখানা
আমার না হয় মাটির বিছানা
দুঃখ নেই তাতে
বুকে আগলে রেখেছি তোদের
প্রিয় প্রিয় ছবি মুখটা চাঁদের
শৈশব স্মৃতিটাকে।।

কতো না খেলেছি ধুলোকাদা মেখে
গায়ের কাপড় নদীপাড়ে রেখে
বেনোজলে দিয়েছি ঝাঁপ
মার্বেল টিপ, ডাংগুলি খেলে
পাড়ার সকল ডানপিটে ছেলে
দিনকে করেছি রাত।
আজো দেখি সব নতুনের মুখে
রয়েছি ভালো এই বেশ সুখে
ছোট্ট নদীর বাঁকে।।

জানি আর তোরা আসবি না ফিরে
দেখতে সবুজ প্রিয় গ্রামটিরে
ভুল করে একটিবার
তবুও তোদের করি আমন্ত্রণ
চড়ুইভাতির ভরা নিমন্ত্রণ
রেখেছি খোলা দুয়ার।
আজো মনে পড়ে বন্ধু তোদের
পেয়েছি কাছে জীবনে যাদের
হাতে হাতখানি রেখে।।

শেখ জলিল    ১৫.০৬.২০১৩