Wednesday, August 29, 2012

বেকায়দা প্রেমকাব্য

১.
ক্লাস ফাঁকিতে যেদিন গেলাম
বাগমারার ঐ বাসায়
নিউ বিল্ডিং-এর গলি ধরে
বুকভরা সব আশায়
আব্বু-আম্মু দু’জন সেদিন
ছিলো বাসার বাইরে
একলা পেয়ে তোমার ঘরে
মন করে তাই-নাইরে
যেই জড়িয়ে তন্বীদেহ
ছুঁয়েছি ঠোঁট-গাল
বোনটি তোমার হঠাৎ এসে
করলো জঞ্জাল!

২.
ব্রহ্মপুত্র নদের ধারে
নলখাগড়ার চরে
তোমার সাথে হেঁটে যেতে
মন যে কেমন করে
বালুর চরা নদীর পানি
পেরিয়ে গেলাম বনে
সবার চোখের আড়াল হয়ে
গোপনে গোপনে
আকাশ বাতাস সাক্ষী রেখে
কাটলো যখন লজ্জা
ভাবছি বসে মধুর হবে
নদীর ধারের সজ্জা
মাটি ফুঁড়ে সামনে খাঁড়া
কদাকার সেই লোকটা
বললো হেসে- কাম করবাইন
আগে ফালান ট্যাক্সটা!

৩.
সেদিন রানুর অফিস ছিলো
তোমার ছিলো ছুটি
একলা ঘরে আমরা দু’জন
বাঁধছি নতুন জুটি
কলেজ পড়া তাগড়া মেয়ে
বয়স খুবই অল্প
বন্ধ ঘরে প্রেমাবেগে
কত্তো রসের গল্প
হঠাৎ করে গেটে টোকা
রানু আমার বাড়ি
সেই থেকে যে রানুর প্রেমে
হলো ছাড়াছাড়ি! 

২২.০৮.২০০৮

Thursday, August 9, 2012

বন্ধু আছো তুমি

বন্ধু ছিলে তুমি স্বর্ণালী শৈশবে
বন্ধু ছিলে তুমি কৈশোরে অনুভবে
বন্ধু ছিলে তুমি দুরন্ত যৌবনে
অবিরাম ছুটে চলা জীবনের প্রয়োজনে
বন্ধু আছো তুমি প্রৌঢ়ের এই ক্ষণে।।

ধুলোয় মাখামাখি ন্যাংটো পুটো
স্মৃতিগুলো অমলিন আজও অক্ষত
নদীজলে ঝাঁপাঝাঁপি খালবিলে ডুব
কানামাছি ভোঁ ভোঁ লুকোচুরি চুপ
বন্ধু আছো তুমি ফেলে আসা দিন সনে।।

বৃষ্টির চোখে চোখ আলতো ছোঁয়া
ভাবনাতে দুজনার কল্পধোঁয়া
উদ্দাম ঝড়ো হাওয়া টুপটাপ জল
ঝরে পড়ে মনবনে ধারা অবিরল
বন্ধু আছো তুমি ভালোলাগা অনুরণে।।

শেখ জলিল        ০২.০৮.২০১২

Wednesday, August 1, 2012

দোলে অঙ্গ দোলে রে

দোলে অঙ্গ দোলে রে
আড়-বাতাসে দোলে
ঝোলে ঝুমকা ঝোলে রে
কানের লতায় ঝোলে
সুরের তালে নাচ-বিহঙ্গী
নাচে খেমটা বোলে।।

গায়ে দেখো কাঞ্চা সোনা
ঝরিয়া পড়ে
রূপের ছটায় রূপবতী
পাগলও করে
আমার প্রাণে সুরের নেশা
দোলে মাতন দোলে।।

চোখে দেখো হরিণ কালো
কাজলও মায়া
জোস্না হাসি চাঁদ-বদনে
ফেলেছে ছায়া
আমার মনে চন্দ্রগ্রহণ
তোলে কাঁপন তোলে।।

শেখ জলিল     ৩১.০৭.২০১২