Tuesday, August 27, 2013

ও মন ঘর যদি প্রশান্ত

ও মন ঘর যদি প্রশান্ত তোমার
দুনিয়া হবে স্বর্গ
ঘরের কোণেই চার নয়নে
দুই হৃদয়ের বর্গ।।

দেখবে যদি দুনিয়াটাকে
ঘরকে দেখো সবার আগে
কোঠায় কোঠায় নকশী আঁকা
হৃদকলমের দাগে।
আবার অযত্নে সব রত্নহারা
অচল সোনার মর্গ।।

ভাববে যদি দূর সন্ন্যাসে
ঘরকে রাখো মনের বাসে
নিজ নিবাসে ঠিক করে নাও
প্রেম হৃদয়ের পাশে।
আবার ঘরেই দেখো বিরানভূমি
ভুল মানুষের চর গো।।

শেখ জলিল    ২৭.০৮.২০১৩

Thursday, August 15, 2013

এই ধরাতে এসে

এই ধরাতে এসে মানুষ শুধু একা
বিশ্বাস মাঝে বিশ্বাস রুয়ে
চিবুকের সাথে চিবুক ছুঁয়ে
খণ্ডিত হয় ভাগ্যরেখা
সব যাপিত দিনের লেখা।।

নিজ পাঁজরের হাড় ঘষে
বানালে যে কৃষ্টি
কষ্ট শেষে হবে তোমার
সবই অনাসৃষ্টি
বিশ্ব খুঁজে পাবে না আর
সেই স্বজনের দেখা।।

ভুল মানুষের মন খুঁজে
হারালে যে দৃষ্টি
অন্ধ চোখে হবে না আর
নতুন আলো সৃষ্টি
যাত্রাশেষে ডাকবে মরণ
অচিন পথের রেখা।।

শেখ জলিল   ১৫.০৮.২০১৩