Thursday, May 23, 2013

ও হায়, রঙের মানুষ

ও হায়, রঙের মানুষ ওড়ায় ফানুস
রঙে ভরা নীলিমায়
ছিঁড়লে সূতো হারিয়ে যাবে
স্বপ্ন ঘুড়ি অজানায়।।


গল্পকথায় হৃদয় বরণ
সুখের তরে সঙ্গী ধারন
আবার দুঃখনীলে একলা মরণ
মানুষের কারণ।
দেখি কর্মে কর্মে কতো যে রূপ
মর্মে মর্মে ভরা অসুখ
রঙ্গরসের কামনায়।।


ছোট-বড়ো জাতের বিচার
উচ্চ-নীচ ভেদের আচার
আবার ধনী-গরীব মানুষ বোঝার
সম্পদের বাহার।
দেখি বর্ণে বর্ণে কতো অমিল
ধর্মে ধর্মে আঁটা যে খিল
কর্মভেদের দুনিয়ায়।।


শেখ জলিল   ২১.০৫.২০১৩

Wednesday, May 1, 2013

পরিযায়ী চোখে ভাসে

পরিযায়ী চোখে ভাসে বারোয়ারি রং
মেঘে মেঘে বিদ্যুৎ চমকে যেমন
কেমনে বোঝাই বলো ভুলেরই কারণ
ব্যথা অনুরণন।।

জ্যৈষ্ঠে খরতাপ, শ্রাবণেতে বৃষ্টি
পলকে পলকে বাড়ে কীযে অনাসৃষ্টি!
যদিবা রই ঝুলে
আশ্বিনে কাশফুলে
রাখে না রাখে না কারও
স্মৃতি অনুস্মরণ।।

অঘ্রাণে সোনা রং, মাঘ রাতে শিহরণ
যাচে না হৃদয় কারও বুনো সমর্পণ!
যদিবা ফুল হাসে
নিদারুণ চৈত মাসে
করে না করে না মন
নববর্ষ বরণ।।
 
শেখ জলিল ০১.০৫.২০১৩