Sunday, December 30, 2012

আমার হৃদয়ে ঢেউ

আমার হৃদয়ে ঢেউ নিলো না কেউ
ভালোবাসার দামে
দয়াল দিও অধম পুন জনম
এইনা মাটির ধামে
আমি বাঁধবো সদাই মনের লাটাই
প্রেম সঁপেছি যার নামে।।

আমি করলাম যার ঘর মাস ও বছর
একই ছাদের নিচে
হায় মনের আশা সব দূরাশা
ভাবনা হলো মিছে
আমার সাধের মিলন ব্যর্থ স্বপন
কর্মবিধি বামে।।

আমি ধরলাম যার হাত দিবস ও রাত
পথের চলার ধারে
হায় সঙ্গের সাথী করলো ক্ষতি
ভাঙলো হৃদয়টারে
আমার পোড়কপালে নিদানকালে
কষ্ট দিবাযামে।।

শেখ জলিল       ১৭.১২.২০১২

Saturday, December 22, 2012

আমি চাইলাম যারে হইলো নারে

আমি চাইলাম যারে হইলো নারে
দিব্যচোখে দেখা
পুষলাম শুধু হৃদ মাঝারে
ভবের মাঝে একা।।

আমার যৌবন গেলো মৌবন গেলো
যারই সোহাগ চেয়ে
সে জন রইলো দূর আকাশে
তারারই ফুল হয়ে
আমি কেমনে মিলাই পূর্ণিমা রাত
জোস্না চাঁদের রেখা।।

আমার সম্বল গেলো কম্বল গেলো
দারুণ শীতের মাঘে
জ্বললো খরা সাধের ভিটায়
চৈতেরই নিদাঘে
আমি কেমনে কাটাই বিধির বিধি
এই কপালের লেখা।।

শেখ জলিল     ২২.১২.২০১২

Monday, December 17, 2012

আমার নাই রে কোনো ঘর

আমার নাই রে কোনো ঘর
বুকে বাউলের অন্তর
পরকে যেমন করি আপন
আপন করি পর।।

আমার নাই রে দুঃখ
নাই রে কাঁদন
একতারাতে সুখের রোদন
বাজে দিবারাতি
পথের মাঝে পথের রথী
হয় রে চোখের জ্যোতি-
আমার যাত্রা নিরন্তর।।

আমার নাই রে মানিক
নাই রে রতন
হৃদ মাঝারে করবো যতন
প্রেমরাঙা মণি
মনের মাঝে মনরাগিনী
জাত-কূল হরণী-
আমার কষ্ট  জীবনভর।।

শেখ জলিল   ১৪.১২.২০১২