Monday, May 28, 2012

তুমি কি জানো এই স্বাধীনতা

তুমি কি জানো এই স্বাধীনতা কতো রক্ত দিয়ে কেনা
তুমি কি মানো এই স্বাধীনতা নিয়েছে কেড়ে মুখ চেনা
হারিয়েছি পিতা, হারিয়েছি মাতা, শহীদ হয়েছে ভাই
দিয়েছে জীবন দেশের তরে আজও তাদের ভুলি নাই।।

করেছে লুণ্ঠন পাকহানাদারে পুড়েছে সোনার দেশ
হারিয়ে সম্ভ্রম বোনেরা নিয়েছে বীরাঙ্গনার বেশ
করেছে যুদ্ধ মুক্তিসেনারা পরাজয় মানে নাই
কতো সাহসী যুদ্ধগাথা রয়ে গেছে অজানাই।।

ভুলে ভেদাভেদ হাতে রাখো হাত যাচ্ছে কেটে দিন
গড়তে হবে স্বদেশভূমি হিংসাকে করে বিলীন
স্বাধীনতার স্বপ্নক্ষুধা আজও বুকে মরে নাই
একাত্তরের সেই জনতা চলো সব ঘুরে দাঁড়াই।।

শেখ জলিল            ২৮.০৫.২০১২

Sunday, May 27, 2012

ও বন্ধু

ও বন্ধু, মনে রেখো আমায়
একদিন আমিও ছিলাম
ভরা কোনো আড্ডায়, ব্যস্ত কাজে
আনন্দ-অবসরে সবার মাঝে
তোমাদের এই প্রিয় চেনা ঠিকানায়।।

আমিও করেছি ভাগ দুঃখ-সুখ
সবার মুখে চেয়ে হয়ে উন্মুখ
বেসেছে ভালো কেউ, এসেছে বিরহ ঢেউ
ভেঙেছে বেদনাভার এই পোড়া বুক
তবুও ছিলাম আমি বন্ধু তোমার
জীবনের প্রয়োজনে প্রাণের মেলায়।।

এঁকেছি কতোনা চোখে স্বপ্ন-দিন
গানের কথা জুড়ে বাজিয়েছি বীণ
বেঁধেছি প্রেমে ঘর, দেখেছি সহসা ঝড়
হারিয়ে গিয়েছে সুখ কল্প-রঙিন
তবুও গেয়েছি গান আসর জুড়ে
তোমাদের বিনোদনে সুরের ধারায়।।

শেখ জলিল        ২৫.০৫.২০১২

Tuesday, May 22, 2012

তুমি শুনতে কি পাও

তুমি শুনতে কি পাও-
বাতাসের ক্রন্দনে হৃদয় কাঁপন?
শুনতে কি পাও-
ঝরণার উদ্দামে সুখের যাপন?
শুধু তোমাকেই ভালোবাসি তাই
চিরদিন কাছে পেতে চাই।।

আমি নদী হয়ে চলছি পথে
দূরে মোহনায়
উজাড় করে দিতে ভালোবাসা
কানায় কানায়
সাগর সঙ্গমে পাবো তোমার দেখা
একদিন জানি সহসাই।।

আমি ঝড় হয়ে বইছি ছুটে
মেঘের ডানায়
বৃষ্টি হয়ে ঝরে যাবো একদিন
তোমার ডাঙায়
সুখের বর্ষণে হবে পূর্ণ আশা
হৃদয়ের সব চাওয়াটাই।।


শেখ জলিল      ২২.০৫.২০১২

Tuesday, May 8, 2012

বাবা তোমাকে মনে পড়ে

বাবা তোমাকে মনে পড়ে-
কতো ক্লান্ত প্রহরে- কাজের অবসরে
ছোট্টবেলার স্মৃতিরা যখন
মনে এসে ভর করে।।

ভোরবেলা ইশকুলে যাওয়া
অথবা দুপুরে একসাথে খাওয়া
গল্পকথার সন্ধ্যারা এসে
এখনও হাত ধরে।।

বটতলা সেই চৈতী মেলা
পাড়াটা চড়িয়ে ডাংগুলি, বৈচি খেলা
দুষ্টুমিতে তোমারই শাসন
এখনও প্রাণ ডরে।।

শেখ জলিল     ০৮.০৫.২০১২