Friday, March 23, 2018

শিল্প হেঁটে যায় বিত্তের দুয়ারে

Image result for sitting sad
শিল্প হেঁটে যায় বিত্তের দুয়ারে
দুঃখ বসে থাকে কষ্টের খোঁয়াড়ে!

মাঝে ঝড়ঝঞ্ঝা বড় বেসামাল
বেদনা সাগরে বিরহ উথাল
নীল নীল স্বপ্নীল হৃদয় ছবি
দূরের আকাশে জ্বলে পূর্ণ রবি
স্রোতে কলতান পাখির কূজন
ঝরণা ভেঙেছে পথ স্তব্ধ বন।

শিল্প হেঁটে যায় বিত্তের দুয়ারে
আহা কী রংতুলি প্রাণছোঁয়ারে
দুঃখ বসে থাকে কষ্টের খোঁয়াড়ে
স্বপ্ন ভেসে যায় বেভুল জোয়ারে!

শেখ জলিল ২০.০৩.২০১৮

PC: Google Image

Thursday, March 8, 2018

ভুলো মন ভুলে যা তুই

Image result for sad image

ভুলো মন ভুলে যা তুই
কেন স্মৃতি রাখিস্ ধরে
কীসের জ্বালা অন্তরে তোর
বুকের কন্দরে
এতটা বছর পরে?।

ফুটেছিলো ফুল যে কৈশোরে তোর
আজও তার রঙে থাকিস্ বিভোর?
বয়সের আঁধার বড় যে ঘনঘোর
মননে কালিমা ঝরে।।

ছুঁয়েছিলি তার মাধবী দুহাত
মানচিত্র রেখা রেখেছে তফাৎ?
মিলন যে তোর হয়েছে বেহাত
বাঁধনে মরিচা ধরে।।

শেখ জলিল ০৮.০৩.২০১৮





Thursday, March 1, 2018

নদীর জলে ছায়া ছিলো

Image result for boat in the river
নদীর জলে ছায়া ছিলো
ছায়ার মাঝে কায়া ছিলো
সেই কায়াটি শুধুই যে তোমার
নৌকা বেয়ে মাঝি আমি
কাটিয়ে দিতাম দিবাযামী
করতাম ঘাটে কতই পারাপার
যাত্রী তুমি নেই যে সেই আমার।।

উঠতো যখন পূবাল বাতাস
রং ছড়াতো মেঘের আকাশ
ধরতাম যে হাল খাটিয়ে সাদা পাল
দুলকি চালে তখন তুমি
আসতে ছেড়ে সবুজ ভূমি
মনটা প্রেমে হতো টালমাতাল।
আসো না আর তুমি এখন
নৌকা বুকে নেই পাটাতন
শূন্য গলুই শুধুই হাহাকার।।

বলতে কথা তুমি যখন
থাকতাম চেয়ে আমি তখন
তোমার চোখে রেখে আমার চোখ
ভাবতাম কত কথা মনে
ঘর বাঁধিবো তোমার সনে
স্বপ্নপুরীর ছুঁয়ে কল্পলোক।
সেই তুমি যে দূরাগত
স্বপ্ন আমার মর্মাহত
বুকের মাঝে ব্যথারই পাহাড়।।

শেখ জলিল ২৭.১২.২০১৭

PC: Google Image