Friday, April 28, 2017

গোস্যা তোমার কীসে বলো

গোস্যা তোমার কীসে বলো
কোথায় রাগের বাড়ি
এক পলক না দেখলে তোমায়
থাকতে কি আর পারি
মিছেমিছি নিচ্ছো কেন
আমার সাথে আড়ি।।

শুক্র গেলো শনি গেলো
আসলো ফিরে রবি
হৃদয়পটে ভাসছে শুধু
তোমার মুখচ্ছবি
কোরো না আর তালবাহানা
কথার বাড়াবাড়ি।।

সত্য ভাবো মিথ্যে ভাবো
তোমায় ভালোবাসি
একটুখানি দেখার তরে
কাছে ছুটে আসি
মিলবে দেখা আবার জানি
খুবই তাড়াতাড়ি।।

শেখ জলিল ২৭.০৪.২০১৭

Photo Credit: Google Image

Wednesday, April 12, 2017

এলো রে বৈশাখ এলো রে আবার

১.
এলো রে বৈশাখ
এলো রে আবার
খুশিতে হৃদয় মন
ভরছে সবার
দেখো সুখের নতুন রঙ
করছে খেলা
বটতলা রমনায়
বসেছে মেলা।।

ললনার হাতে চুড়ি
খোঁপা জুড়ে ফুল
নেচে চলে কিশোরীরা
কানে রূপা দুল
দেখো ঝিলের জলে ভাসে
প্রেমতরী ভেলা
ঘুরেফিরে ছেলেমেয়ে
কাটাবে বেলা।।

মঙ্গল শোভা যাত্র্রা
জারি সারি গান
ঢোলকের তালে তালে
নেচে ওঠে প্রাণ
দেখো রঙের ছবি হাতে
কত কাফেলা
মিছিলে শ্লোগানে সুরে
জমেছে খেলা।।

শেখ জলিল ১১.০৪.২০১৭


২.
রমনাতে চল্ সখি
বৈশাখী মেলাতে
ঘুরেফিরে মিশে যাই
রঙেভরা খেলাতে
হাসিখুশি পরিবেশ
আনন্দে নেই শেষ
ফিরে যাই দুজনায়
কৈশোর বেলাতে।।

হাতে চুড়ি কংকন
কপোলেতে অংকন
খোঁপা জুড়ে বেলী ফুল
প্রিয় ভোরবেলাতে
পথ চেয়ে সারাক্ষণ
ছটফট এই মন
দেখা হবে পার্কের
ছায়াঘেরা ঝিলেতে।।

কথা সুরে ভরা প্রাণ
ছায়ানটে বাজে গান
নেচে চলে ছেলেমেয়ে
আল্পনা গালেতে
তুমি আমি চোখে চোখ
প্রেমে ভরা মনলোক
হেঁটে চলা সেই দিন
ঢোলকের তালেতে।।

শেখ জলিল ১২.০৪.২০১৭